মূর্তিগুলো তৈরির পরে তা উন্মুক্তভাবেই প্রদর্শিত হবে। ৮ ফুট উচ্চতার এই মূর্তি ৩টি শোয়ার্জেনেগারের বডি বিল্ডিং এর মুহূর্তকে ধারণ করবে। বাইশ ইঞ্চি পাটাতনের উপর স্থাপন করা হবে এদের। ভাস্কর্যগুলো তৈরি করছেন রালফ ক্রফোর্ড।
ইতোমধ্যেই একটি মূর্তি তৈরির কাজ শেষ হয়েছে। সেটা দেখতে সম্প্রতি টিডাব্লিউ ব্রোঞ্জ গ্যালারিতে গিয়েছিলেন শোয়ার্জেনেগার। মূর্তিটি দেখে তিনি এতটাই অভিভূত হয়েছেন যে, এ সম্পর্কে বলতে গিয়ে ৪ বার উচ্চারণ করেছেন, ‘এটি অসাধারণ’।
শিগগিরই মূর্তিট শোয়ার্জেনেগারের শৈশবের স্মৃতিবিজড়িত অস্ট্রিয়ার স্থানান্তরিত করা হবে। সেখানকার আর্নল্ড শোয়ার্জেনেগার যাদুঘরে রাখা হবে এটি। জানা গেছে, তার আরেকটি মূর্তি স্থান পাবে ওহাইওতে, যেখানে প্রতি বছর বডি বিল্ডিং প্রতিযোগিতার আয়োজন করেন শোয়ার্জেনেগার। বাকি মূর্তিটি নাকি নিজের কাছেই রেখে দেবেন তিনি।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম
0 comments:
Post a Comment