সম্প্রতি যুক্তরাষ্ট্রের গবেষকরা জানিয়েছেন, আমাদের সৌরমণ্ডলে হয়তো গ্যাসীয় গ্রহের সংখ্যা ছিলো ৫ টি। শনি, বৃহস্পতি, নেপচুন এবং ইউরেনাস ছাড়াও আরো একটি গ্যাসীয় গ্রহ ছিলো সৌর পরিবারে। কিন্তু সে গ্রহটিকে ত্যাজ্যই করেছে এ পরিবার।
সাউথওয়েস্ট রিসার্চ ইনস্টিটিউট-এর গবেষক ডেভিড নেসভর্নি সৌরজগতের পঞ্চম গ্যাসীয় গ্রহের তত্ত্বটি দিয়েছেন।
গবেষক ডেভিড নেসভর্নি কম্পিউটারে বিভিন্ন মডেল দাঁড় করিয়ে দেখিয়েছেন ৪ বিলিয়ন বছর আগে শনি, বৃহস্পতি, নেপচুন এবং ইউরেনাসের পাশাপাশি আরো একটি গ্যাসীয় গ্রহের অস্তিত্ব ছিলো। অবশ্য এসময় গ্রহগুলোর কক্ষপথ বর্তমান সময়ের মতো নির্দিষ্ট হয়নি।
গবেষকরা বলছেন, এতিম এ গ্রহটি অবশ্য বরফের গ্রহও হতে পারে যার ভর ইউরেনাস বা নেপচুনের সমান ছিলো। এটি বৃহস্পতির আকর্ষণ এড়াতে না পেরে হয়তো মিল্কি ওয়ে গ্যালাক্সির ইন্টারস্টেলার এলাকায় সরে গেছে।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম
0 comments:
Post a Comment