আলোর
গতি প্রতি সেকেন্ডে ১ লাখ ৮৬ হাজার মাইল। আইনস্টাইন বলেছিলেন, আলোর চেয়ে
দ্রুতগতিতে ভ্রমণ সম্ভব নয়। কিন্তু আইনস্টাইনের এ তত্ত¡টি এখন প্রশ্নের
সম্মুখীন। ইউরোপিয়ান অর্গানাইজেশন ফর নিউক্লিয়ার রিসার্চ (সার্ন)-এর
গবেষকদের হাতে আসা নিউট্রিনো কণার গতির ফল আইনস্টাইনের তত্ত্বকে প্রশ্নের
মুখে ফেলেছে। খবর বিবিসি অনলাইন-এর।সার্নের গবেষকরা দেখেছেন, নিউট্রিনো নামে একটি কণা আলোর চেয়ে দ্রুতগতিসম্পন্ন।
গবেষকরা বলছেন, আলোর চেয়ে বেশি গতিতে যেতে পারে এমন কণার রেকর্ড তাদের হাতে রয়েছে। গবেষকদের তথ্যানুয়ায়ী, নিউট্রিনো নামের কণার গতি সেকেন্ডে ১লাখ ৮৬ হাজার ২৮২ মাইল যা আলোর চেয়ে বেশি।
১৯০৫ সালে বিশেষ আপেক্ষিকতার সূত্রটি আবিষ্কার করেছিলেন আইনস্টাইন। অবশ্য এখনই সে তত্ত্বটিকে ভুল হিসেবে উড়িয়ে দিতে গবেষকরা নারাজ। জাপান এবং যুক্তরাষ্ট্রের গবেষকরা বর্তমান পরীক্ষার ফলাফলকে আরো পরীক্ষা করে দেখতে চেয়েছেন।
গবেষকরা বলছেন, এ তথ্য আরো পরীক্ষা করে তবে নিশ্চিত হবেন তারা। বিশ্বের অন্য ল্যাবরেটরির পর্যালোচনার ফলাফল বিশ্লেষণ করেই আলোর চেয়ে দ্রুতগতির কোনো কণার স্বীকৃতি মিলবে।
গবেষকরা বলছেন, আবিষ্কার যদি শেষ পর্যন্ত নির্ভুল প্রমাণিত হয় তাহলে আইনস্টাইনের আপেক্ষিকতার সূত্র অনুযায়ী অনেক অসম্ভব হয়ত সম্ভব হবে এবং উদঘাটন করা যাবে আধুনিক পদার্থবিদ্যার অনেক রহস্যের।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম



0 comments:
Post a Comment