জানা গেছে, জুকারবার্গের শিকারের লাইসেন্স এখনও অক্ষত এবং তিনি বাইসন শিকারের জন্য এখনো নাকি পাঁয়তারা করছেন।
জুকারবার্গ যে বাইসন শিকারে ব্যস্ত খবরটি চাউর হয়েছিলো এবারের এফ৮ সম্মেলনের পরপরই। ফেসবুকের বার্ষিক এ সভায় জুকারবার্গ ফেসবুকের নতুন ফিচার উপস্থাপন করছিলেন। সেখানে তিনি নিজের পেজটিকে দেখাচ্ছিলেন যেখানে বাইসনের মাংসের তৈরি বার্গারের ছবি দেখানো হয়েছিলো।
অবশ্য, জুকারবার্গ বাইসনের ব্যবসায় নামতে পারেন বলেও নতুন খবর রটেছে। বাইসনের মাংসে কম চর্বি এবং কোলস্টেরল থাকে। এ প্রাণীটির বেড়ে ওঠার গতিও ধীর। গোপনে কোনো বাইসন ফার্ম কিনেছেন জুকারবার্গ এমন খবর রটেছে।
২৭ বছর বয়সী বিলিওনেয়ার জুকারবার্গ পশু নিজ হাতে জবাই করে সে মাংস খাওয়ার বিষয়টিকে ‘ব্যক্তিগত চ্যালেঞ্জ’ হিসেবেই নিয়েছেন। টিশার্টে অভ্যস্ত জুকারবার্গ এর আগে ‘টাই’ পরাকে তার ব্যক্তিগত চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলেন।
জানা গেছে, খামারে পালিত এসব পশু নিজ হাতে জবাই করে খাওয়ার এ পরামর্শ তিনি পেয়েছেন সিলিকন ভ্যালি’র শেফ জেসি কুল-এর কাছে।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম
0 comments:
Post a Comment