বোর্ড থেকে পদত্যাগ প্রসঙ্গে ক্যারোল বার্টজ জানিয়েছেন, ‘রেভিনিউ বাড়াতে বোর্ড গত কয়েক বছর ধরেই চাপের মুখে রয়েছে। বিশেষ করে ২০০৮ সালে মাইক্রোসফটের ৪৪.৬ বিলিয়ন ডলারের প্রস্তাব ফিরিয়ে দেবার পর থেকে। এ বোর্ডটি আমার দেখা সবচেয়ে খারাপ বোর্ড।’
ক্যারোল বার্টজ আরো বলেছেন, ‘ইয়াহু বোর্ডের সদস্যরা আমাকে শেষ করে দিয়েছে’।
ইয়াহু’র সাফল্যের ধারা ধরে রাখতে ব্যর্থ হবার কারণে বরখাস্ত করা হয়েছিলো সিইও ক্যারোল বার্টজকে। ইয়াহু’র বোর্ড ক্যারোল বার্টজকে অপসারণ করে প্রধান অর্থ বিষয়ক কর্মকর্তা টিম মোর্সেকে ভারপ্রাপ্ত সিইও হিসেবে দায়িত্ব দিয়েছে। প্রায় আড়াই বছর এই প্রতিষ্ঠানটির সর্বোচ্চ পদে থেকে দায়িত্ব পালনের পর অপসারিত হলেন বার্টজ। তবে, তাকে ১০ মিলিয়ন ডলার ক্ষতিপূরণও দিয়েছে ইয়াহু।
সমালোচকেরা মনে করছেন, অনুসন্ধান ও সামাজিক যোগাযোগের যে আকর্ষণীয় বাজার ছিল, ইয়াহু তা ধরতে ব্যর্থ হয়েছে। আর এ ব্যর্থতার দায়ভার কাঁধে নিয়েই সরে যেতে হলো ক্যারোল বার্টজকে।
এদিকে খবর চাউর হয়েছে, সিইও অপসারণের পর ইয়াহু আপাতত বিক্রি করে দেওয়াটাকে বুদ্ধিমানের কাজ মনে করছেন বোর্ডের সদস্যরা। ক্রেতাও জুটে গেছে। ক্রেতার তালিকায় নাম এসেছে টেক জায়ান্ট মাইক্রোসফট-এর।
ক্যারোল বার্টজ ২০০৯ সালে ইয়াহু'র সহ-প্রতিষ্ঠাতা জেরি ইয়াং-এর কাছ থেকে দায়িত্ব বুঝে নেন। দায়িত্ব পাওয়ার পরপরই ব্যবস্থাপনা পর্যায়ে উল্লেখযোগ্য পরিবর্তন আনেন তিনি ব্যয় কমাতে কর্মী ছাঁটাইয়ের পদক্ষেপও গ্রহণ করেছিলেন ইয়াহুর সাবেক এই সিইও।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম
0 comments:
Post a Comment