সেপ্টেম্বর ১১ তারিখে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে অবস্থান করছিলেন তিনজন নভোচারী। সেখান থেকে নিউ ইয়র্ক শহরের ছবি তোলেন তারা। তারা দেখতে পেয়েছিলেন, ম্যানহাটন এলাকা থেকে ধোঁয়ার কুণ্ডলি ওপরে উঠছে।
২০০১ সালে এ তিনজন নভোচারীর মধ্যে মার্কিন নভোচারী ছিলেন ফ্রাঙ্ক কার্লবাটসন। তিনি এ ধোঁয়ার ওঠা দৃশ্যটির কারণ ঠিক বুঝতে পারেননি। তবে, অস্বাভাবিক এ ঘটনার ছবি তিনি তুলে রেখেছিলেন।
সম্প্রতি নাইন ইলেভেন ঘটনার এক দশক স্মরণে নাসা একটি ভিডিও প্রকাশ করেছে। সে ভিডিওতে কার্লবাটসন মহাশুন্য থেকে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে হামলার বিষয়ে তিনি যা প্রত্যক্ষ করেছিলেন তা বর্ণনা করেছেন।
কার্লবাটসন বলেছেন, ‘ঠিক কি হচ্ছিল আমি বুঝতে পারছিলাম না। কিন্তু আমি প্রমাদ গুণছিলাম। আমার কাছে ভালো কিছু হচ্ছিলো বলে মনে হয় নি। ম্যানহাটনের আকাশ ধোঁয়ার কুণ্ডলিতে ঢেকে যাচ্ছিল। নিজেকে বড়োই একাকী মনে হচ্ছিলো আর খুব কষ্টও পাচ্ছিলাম।’
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম
0 comments:
Post a Comment