'কর্পোরেশন ফর ন্যাশনাল এন্ড কমিউনিটি সার্ভিস' (সিএনসিএস) প্রকাশিত এক প্রতিবেদনে একথা বলা হয়েছে।
স্বেচ্ছাসেবামূলক কাজের মধ্যে রয়েছে ছাত্রদের পড়ানো ও পরামর্শ দান, তহবিল গঠন, চাকরির প্রশিক্ষণ অথবা প্রকৃতিক দুর্যোগের সময় সহায়তা করা ইত্যাদি। একই সমাজে বসবাসকারী লোকদের সহায়তা করার জন্য তারা এসব কার্যক্রম পরিচালনা করেছে।
সিএনসিএসে'র ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা রবার্ট ভেলাসকো বলেছেন, "প্রতিদিন সব বয়সী স্বেচ্ছাসেবকরা সমস্যা সমাধানে ও আমাদের দেশকে শক্তিশালী করতে তাদের সময় ও মেধা বিলিয়ে দিচ্ছেন।"
যুক্তরাষ্ট্রের বৃহৎ শহরগুলোর মধ্যে স্বেচ্ছাসেবার দিক দিয়ে এগিয়ে রয়েছে মিনেয়াপোলিস-সেন্ট পল। এ শহরের ৩৭ দশমিক ১ ভাগ লোক স্বেচ্ছাসেবায় নিয়োজিত।
এছাড়া স্বেচ্ছাসেবার দিক দিয়ে এগিয়ে রয়েছে পোর্টল্যান্ড, সল্ট লেক সিটি, সিটল, রোজেস্টার ও নিউইয়র্ক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
0 comments:
Post a Comment