বাসমালিকেরা বলেছেন, সড়কটি সংস্কার না করা পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকবে। বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় যাত্রীরা লঞ্চে করে নারায়ণগঞ্জ হয়ে ঢাকায় যাতায়াতে বাধ্য হয়েছেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ঢাকা-মুন্সিগঞ্জ রুটে দীঘিরপাড় পরিবহন, ঢাকা ট্রান্সপোর্ট, ঝিলিক পরিবহন, আন্তজেলা পরিবহন ও সীমান্ত এক্সপ্রেসসহ বেশ কয়েকটি পরিবহনের বাস চলাচল করে। কিন্তু সড়ক সংস্কারের দাবিতে গতকাল সকাল থেকে সব কটি পরিবহনের বাস একযোগে চলাচল বন্ধ করে দেওয়া হয়।
এলাকাবাসী ও যাত্রীরা জানান, সড়কের মুন্সিগঞ্জের মুক্তারপুর থেকে ফতুল্লার পঞ্চবটী পর্যন্ত আট কিলোমিটার সড়কের চরসৈয়দপুর, ভোলাইল ও শাসনগাঁও এলাকায় রাস্তার বিভিন্ন অংশ ভেঙে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও হাঁটুসমান গর্ত হয়ে গেছে। এর ওপর কয়েক দিনের টানা বর্ষণে গর্তগুলো পানিতে ডুবে যাওয়ায় ভারী যানবাহনের চাকা গর্তে পড়লেই আটকে যাচ্ছে। এক মাসে এই সড়কে বেশ কয়েক বার ট্রাক গর্তে পড়ে বিকল হয়ে পড়ায় যান চলাচল বন্ধ হয়ে যায়। দেখে মনে হয় না এটি কোনো রাস্তা।
সংস্কারের দাবিতে সড়কটিতে গতকাল থেকে যান চলাচল বন্ধ করে দেওয়ায় গতকাল বিকেল থেকে সামান্য কয়েকটি বাস ঢাকা-মাওয়া মহাসড়ক ব্যবহার করে শ্রীনগর হয়ে ঢাকায় যাতায়াত করেছে। তবে তারা অতিরিক্ত ভাড়া আদায় করেছে বলে যাত্রীরা অভিযোগ করেন। যাত্রীরা বলেন, ভাঙা সড়কের অজুহাতে যাত্রীপ্রতি স্বাভাবিকের চেয়ে ২৫ টাকা করে বেশি ভাড়া আদায় করা হচ্ছে।
এ প্রসঙ্গে ঢাকা ট্রান্সপোর্ট বাসের মালিক নজরুল ইসলাম বলেন, ‘সড়কের দুরবস্থার কারণে বারবার গাড়ি বিকল হয়ে পড়ছে। এমন পরিস্থিতিতে গাড়ি চালানো সম্ভব নয়। সংস্কার না হওয়া পর্যন্ত আমরা আর এই সড়কে গাড়ি চালাব না বলে ঠিক করেছি। কিন্তু যাত্রীদের কথা চিন্তা করে বিকল্প পথে ৫৫ কিলোমিটার ঘুরে গাড়ি চলাচল করতে হচ্ছে। তাই ভাড়া বাড়ানো হয়েছে।’
আন্তজেলা বাসমালিক সমিতির সাধারণ সম্পাদক সানাউল্লাহ বেপারী বলেন, ঢাকা-মুন্সিগঞ্জ সড়কটি সংস্কার না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ থাকবে।
এদিকে গতকালও ঢাকা-মুন্সিগঞ্জ সড়কে একটি মালবাহী ট্রাক ও একটি কাভার্ডভ্যান বিকল হলে নয় ঘণ্টা সব ধরনের যান চলাচল হয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল ভোর চারটার দিকে নারায়ণগঞ্জ সদরের ফতুল্লার ভোলাইল এলাকায় ভাঙা রাস্তার গর্তে পড়ে ঢাকাগামী একটি সিমেন্টবোঝাই কাভার্ডভ্যান বিকল হয়ে পড়ে। একই সময়ে মাত্র কয়েক গজ দূরে মুন্সিগঞ্জগামী অপর একটি মালবাহী ট্রাক একটি গর্তে পড়ে বিকল হয়ে যায়। পাশাপাশি দুটি যান বিকল হয়ে পড়ায় ওই রাস্তা দিয়ে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এ সময় রাস্তার দুই পাশে তীব্র যানজট শুরু হয়। পরে ট্রাফিক পুলিশের রেকার ঘটনাস্থলে পৌঁছে রাস্তা থেকে বিকল যান দুটি সরিয়ে নেওয়া হয়। বেলা একটা থেকে যান চলাচল শুরু হলেও পরিবহন ধর্মঘটের কারণে কোনো বাস চলাচল করেনি।
0 comments:
Post a Comment