সংবাদমাধ্যমটি জানিয়েছে, সিস্টেডিং ইনস্টিটিউট নামের যুক্তরাষ্ট্রের একটি প্রতিষ্ঠান সমুদ্রের মাঝে এমন দ্বীপ গড়ে তোলার কাজ শুরু করেছে। আর এ প্রকল্পে ১.২৫ মিলিয়ন ডলার অর্থলগ্নি করেছেন থায়েল।
জানা গেছে, থায়েল-এর এ স্বাধীন দ্বীপটি তৈরি হবে আন্তর্জাতিক সমুদ্রসীমায়।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, কৃত্রিম এ দ্বীপটি দেখতে হবে সমুদ্রের মাঝে তেলকূপের প্ল্যাটফর্মের মতো ভাসমান একটি প্লেট। এতে ২৭০ জন বসবাস করার ব্যবস্থা থাকবে।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, ভাসমান প্লেটের মতো একাধিক দ্বীপ তৈরি করে নিজস্ব একটি শহর তৈরির পরিকল্পনাও করেছেন থায়েল। তবে, তার পরিকল্পনায় যারা ভ্রু কুচকেছেন তাদের উদ্দেশ্যেও তিনি তার উদ্দেশ্য পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন।
থায়েল বলেছেন, ‘যারা এটা অসম্ভব ভাবছেন তাদের নিয়ে আমার চিন্তার কিছু নেই। কারণ তারা এটিকে অসম্ভব বলেই ভাবেন এবং আমাদের সিরিয়াস ভাবেন না। তবে যখন তারা আমাদের থামতে বলবেন তখন তাদের অনেক দেরি হয়ে যাবে।’
0 comments:
Post a Comment