কুকুরটির মালিক ডেভিড মাডসেন বলেছেন, বিউকে যদি তিনি জিজ্ঞাসা করেন, পার্কে ছয়টি কুকুর আছে, এর মধ্যে তিনটি চলে গেলে কয়টি থাকবে? তবে কুকুরটি তিনবার ঘেউ ঘেউ করে এর উত্তর দেয়।
অংকে এ পরদর্শীতার জন্য সেলিব্রেটি বনে গেছে বিউ। দোকান-পাট, রেস্টুরেন্ট থেকে শুরু করে সব জায়গায় সে পরিণত হয়েছে তারকায়।
"কুকরটি যোগ, বিয়োগ, গুণ, ভাগ করতে পারে এমনকি বর্গমূলও মনে রেখেছে", জানান মাডসেন।
"অবিশ্বাস্য ব্যাপার! অনেক মানুষের চেয়ে কুকুরটি গণিতে পারদর্শী।" বিউয়ের মেধার তারিফ করে এ কথা বলেন, মনটানার অগ্নিনির্বাপণ বিভাগের প্রধান ক্রিস রিচিয়ার্ডি।
তিনি বলেন, "ডেভ যদি বলে দুই আর তিনে কত?" তবে কুকুরটি " ঘেউ, ঘেউ... ঘেউ, ঘেউ, ঘেউ" করবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
0 comments:
Post a Comment