সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে
সবচেয়ে বড় প্রতারণা হলো তোমার ভাইকে এমন কথা বলা যা সে বিশ্বাস করে ফেলে অথচ তুমি তাকে মিথ্যে বলেছ । — আল হাদীস (আবু দাউদ শরীফ ঃ)
কথায় কথায় মিথ্যা বলা মুনাফেকী আমল। হাদীসে পাকে মিথ্যাকে মুনাফেকী আমল বলা হয়েছে। হাদীসে বলা হয়েছে- সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে। হতে পারে মিথ্যার আশ্রয়ে সাময়িক লাভবান হয়, কিন্তু সূর্যের আলো যেমন গোপন থাকে না তেমনি শেষ পর্যন্ত মিথ্যাও গোপন থাকে না। একদিন না একদিন প্রকাশ পেয়েই যায়। তখন লোকের সম্মুখে পূর্বের তুলনায় আরো অধিক অপদস্থ হতে হয়। মানুষের কাছে তার কোন ইজ্জত-সম্মান থাকে না। সকলেই তাকে মিথ্যাবাদী মনে করে। আর আল্লাহপাক তো প্রথম থেকেই তার মিথ্যা সম্পর্কে অবহিত আছেন। সুতরাং এরূপ লোকের ইহকাল পরকাল উভয় কালই ধ্বংসমুখী।
কক্সবাজার উখিয়ায় অর্ধশতাধিক গ্রামে প্রাথমিক বিদ্যালয় নেই
কক্সবাজারের উখিয়া উপজেলার ৫টি ইউনিয়নের প্রায় অর্ধশতাধিক গ্রামে প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা না হওয়ার কারণে প্রতি বছর শিক্ষাবঞ্চিত হচ্ছে ৫ সহস্রাধিক শিশু। এ কারণে বৃত্তিপ্রাপ্ত কৃতী ছাত্রছাত্রীর সংখ্যা আনুপাতিক হারে বৃদ্ধি পেলেও বাড়েনি শিক্ষার হার। জনসংখ্যার ঘনত্ব অনুপাতে প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান বৃদ্ধি না পাওয়ায় এ উপজেলায় শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে শিক্ষানুরাগী সচেতন মহল মনে করেন।
সূত্রে জানা যায়, দেশের তৃণমূল পর্যায়ের প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন, সমপ্রসারণ ও উন্নয়নের লক্ষ্যে ১৯১৯ সালে প্রাথমিক শিক্ষাবিল পাস হয়। এ সময় বাস্তবায়নাধীন প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়নের জন্য কৃষি জমি থেকে কর আদায় করার জন্য পৌরসভা ও ইউনিয়ন বোর্ডকে ক্ষমতা দেয় সরকার। এ সময় সর্বসাধারণের বাধা-বিপত্তি ও অসহযোগিতার কারণে উক্ত শিক্ষানীতি বাস্তবায়ন হয়নি। ১৯৩০ সালে বেঙ্গল রুরাল প্রাথমিক শিক্ষা অ্যাক্ট ১৯৩০ বিল পাস করা হলেও সর্বসাধারণের অসচ্ছলতার কারণে উক্ত আইন ফলপ্রসূ হয়নি। তথাপি স্থানীয় গুটিকয়েক শিক্ষানুরাগী ব্যক্তিবর্গের প্রচেষ্টায় ১৯৩০ সালে পূর্বের উখিয়া থানায় ৭টি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা হয়। এসব স্কুলে যারা শিক্ষকতা করতেন তাদের শিক্ষাগত যোগ্যতা ছিল সর্বোচ্চ ৪র্থ শ্রেণী পাস। এভাবে অনেক চড়াই-উৎরাই পেরিয়ে প্রাথমিক শিক্ষা বিস্তৃতি লাভ করে বলে জানা যায়। ২০০৯ সালে উখিয়া উপজেলায় প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা দাঁড়ায় ৭২টিতে। এরমধ্যে ৪০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৩২টি রেজিঃ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, ১৬টি কিন্ডার গার্টেন, ২৮টি বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক কর্তৃক পরিচালিত প্রাথমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠান। দিন যতই এগুচ্ছে ততই বাড়ছে মানুষ ও পরিবার। কিন্তু বাড়ছে না প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান। ২০০১ সালের আদমশুমারি অনুযায়ী এ উপজেলার লোকসংখ্যা ১,৫৫,১৮৭ জন। শিক্ষার হার ২৮.০৪ শতাংশ। বর্তমানে লোকসংখ্যা বেড়ে হয়েছে ২ লাখ। তাছাড়াও এ উপজেলার বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে অবস্থান করছে প্রায় অর্ধলক্ষ অবৈধ রোহিঙ্গা নাগরিক। যাদের অনেকেই বিগত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়ে স্থানীয় নাগরিকে পরিণত হয়েছে। প্রায় আড়াই লক্ষাধিক জনগণ অধ্যুষিত উখিয়া উপজেলার মোট আয়তন ৩৬১.৮০ বর্গ কিলোমিটার। পূর্বে মিয়ানমার পশ্চিমে বঙ্গোপসাগার, উত্তরে রামু উপজেলা ও দক্ষিণে টেকনাফ উপজেলা শহর। বর্তমান সরকার প্রাথমিক শিক্ষার ওপর অধিকতর গুরুত্ব দিয়ে নতুন শিক্ষানীতি প্রণয়ন করে প্রতি এক হাজার নাগরিকের বিপরীতে একটি প্রাথমিক বিদ্যালয় বাস্তবায়নের কার্যক্রম শুরু করলেও উক্ত সূদুরপ্রসারী উদ্যোগ এখানে বাস্তবায়ন হয়নি। উপজেলা পরিসংখ্যান ব্যুরো থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, ৫টি ইউনিয়ন নিয়ে গঠিত ১৫৮টি গ্রাম নিয়ে এ উপজেলার ভৌগোলিক অবস্থান। এখানে সরকারি, বেসরকারি, এনজিও কর্তৃক পরিচালিত ও কিন্ডার গার্টেন সহ ১০৮টি প্রাথমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠান থাকলেও অর্ধশতাধিক গ্রামে প্রাথমিক বিদ্যালয় নেই। এ উপজেলার সবচেয়ে অবহেলিত জালিয়াপালং ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আনোয়ার হোসেন চৌধুরী বলেন, ২৫ হাজার মানুষের ১৮টি গ্রামে প্রাথমিক বিদ্যালয় মাত্র ৬টি। আবার এসব স্কুলে ঠিকমতো পাঠদান না হওয়া, শিক্ষকের অনুপস্থিতি, অনুন্নত যোগাযোগ ব্যবস্থা, সর্বোপরি সংশ্লিষ্ট কর্মকর্তাদের তদারকির অভাবে লেখাপড়া মারাত্মক ব্যাহত হচ্ছে। যে কারণে স্থানীয় অভিভাবকরা শিক্ষার ব্যাপারে নিরুৎসাহী হয়ে তাদের ছেলেমেয়েদের উপকূলে মৎস্য পোনা আহরণ, ঝিনুক কুড়ানো ও জেলের নৌকায় গতর খাটিয়ে রুজি রোজগার করাচ্ছে। এভাবে এখানে প্রাথমিক শিক্ষার মারাত্মক ব্যাহত হচ্ছে বলে তিনি দাবি করেন। উখিয়ার প্রবীণ শিক্ষানুরাগী ও জেলা সাবেক পি টি আই সুপার আবুল কাসেম বলেন, জনসংখ্যা অনুপাতে এখানে শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বাড়াতে হবে। তা না হলে সরকার যত কিছুই করুক না কেন প্রাথমিক শিক্ষার উন্নতি হবে না। উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম আসিফ বিন ইকরাম বলেন, প্রাথমিক শিক্ষা দ্রুত উন্নয়নের জন্য সরকার আন্তরিক। পর্যায়ক্রমে প্রতিটি এলাকায় যাতে বিদ্যালয় হয় সে চেষ্টা অব্যাহত আছে। শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতির আশ্রয় নেয়া হলে কাউকে ছাড় দেয়া হবে না।
About the Author
Write About Yourself/Fellow Blogger Here!!!
Follow Me on Twitter [at] akashnill
Add this widget to your blog
Follow Me on Twitter [at] akashnill
Labels:
অদেখা ভুবন,
আবাক-বাংলাদেশ,
বিচিত্র
Subscribe to:
Post Comments (Atom)
মানব জীবন সারাংশ
যা হয়েছে তা ভালই হয়েছে ,
যা হচ্ছে তা ভালই হচ্ছে,
যা হবে তাও ভালই হবে।
তোমার কি হারিয়েছে, যে তুমি কাঁদছ ?
তুমি কি নিয়ে এসেছিলে, যা তুমি হারিয়েছ?
তুমি কি সৃষ্টি করেছ, যা নষ্ট হয়ে গেছে?
তুমি যা নিয়েছ, এখান থেকেই নিয়েছ,
যা দিয়েছ এখানেই দিয়েছ।
তোমার আজ যা আছে ,
কাল তা অন্যকারো ছিল,
পরশু সেটা অন্যকারো হয়ে যাবে।
পরিবর্তনই সংসার এর নিয়ম ।
যা হচ্ছে তা ভালই হচ্ছে,
যা হবে তাও ভালই হবে।
তোমার কি হারিয়েছে, যে তুমি কাঁদছ ?
তুমি কি নিয়ে এসেছিলে, যা তুমি হারিয়েছ?
তুমি কি সৃষ্টি করেছ, যা নষ্ট হয়ে গেছে?
তুমি যা নিয়েছ, এখান থেকেই নিয়েছ,
যা দিয়েছ এখানেই দিয়েছ।
তোমার আজ যা আছে ,
কাল তা অন্যকারো ছিল,
পরশু সেটা অন্যকারো হয়ে যাবে।
পরিবর্তনই সংসার এর নিয়ম ।
জীবন মানে সংগ্রাম
চেয়েছিলাম শীতের কাছে
এক বিন্দু শিশির কণা
সে দিলো শৈত্যপ্রবাহ
আর তুষার ঝড়
বস্রহীন মানুষের আর্তনাদ
আর বেচেঁ থাকার যন্ত্রনা..
প্রকৃতির কাছে চেয়েছিলাম
একটি সুখের নীড়
সে দিলো নদীর ভাঙ্গন
আর সর্বনাশা জলোচ্ছ্বাস
এরই নাম জীবন,
বেচেঁ থাকা যায় না সংগ্রামহীন ..
এক বিন্দু শিশির কণা
সে দিলো শৈত্যপ্রবাহ
আর তুষার ঝড়
বস্রহীন মানুষের আর্তনাদ
আর বেচেঁ থাকার যন্ত্রনা..
প্রকৃতির কাছে চেয়েছিলাম
একটি সুখের নীড়
সে দিলো নদীর ভাঙ্গন
আর সর্বনাশা জলোচ্ছ্বাস
এরই নাম জীবন,
বেচেঁ থাকা যায় না সংগ্রামহীন ..
Popular Posts
- ডাউনলোড করুন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি- প্রকৌশলী মজিবুর রহমান Textbook For Class XI-XII
- বিভিন্ন রাশির জাতক-জাতিকার চারিত্রিক বৈশিষ্ট্য
- বাৎসরিক বাংলা রাশিফল 2015
- গর্ভবতীর ৯ মাসের বিপদ-আপদ
- সব রোগ নিরাময়ের এক বিধান প্রতিদিন দুই বেলা ত্রিফলা খান
- হিপনোটিজম বা সম্মোহনবিদ্যা : নিজেকে সম্মোহিত করুন
- রেজিষ্ট্রেশন ফরম
- বাৎসরিক বাংলা রাশিফল 2012
- ২১ শে ফেব্রুয়ারী: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
- বিল গেটস এর অবিশ্বাস্য জীবনের কিছু তথ্য
Popular Posts Last 30 Days
- গীতা সারাংশ
- বাংলাদেশের বিভিন্ন জেলার স্কুলের এস, এস, সি ২০১১ এর ফলাফল দেখুন
- ১৪০০ সাল কবিতাটি পড়ে কাজী নজরুল ইসলাম উত্তরে এই কবিতাটি লিখেছিলেন,
- বুদ্ধি, বুদ্ধাংক (I.Q), বুদ্ধাংক নির্নয় (I.Q Test)
- আজ ধানের ক্ষেতে রৌদ্রছায়ায়
- হিপনোটিজম বা সম্মোহনবিদ্যা : নিজেকে সম্মোহিত করুন
- মুক্তিযুদ্ধের ৫ ওয়েবসাইট
- হিজড়া সম্প্রদায় : প্রকৃতির পরিহাস, মানবতা যেখানে ভূলুন্ঠিত
- চোখের পানির রহস্য
- বাংলাদেশের আদিবাসী ভাষা পরিচিতি
Popular Posts Last 7 Days
- গীতা সারাংশ
- বাংলাদেশের বিভিন্ন জেলার স্কুলের এস, এস, সি ২০১১ এর ফলাফল দেখুন
- আজ ধানের ক্ষেতে রৌদ্রছায়ায়
- ঈর্ষা একটি ভয়ঙ্কর মানসিক রোগ
- The Biggest Water Cube Ever Seen!
- মুক্তিযুদ্ধের ৫ ওয়েবসাইট
- ধরা পরলো তিন চোখা মাছ!
- ডাউনলোড করুন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি- প্রকৌশলী মজিবুর রহমান Textbook For Class XI-XII
- মেয়েরা কেন মন্দ ছেলেদের প্রেমে পড়ে
- ভিডিও গেমস খেলতে খেলতে মৃত্যু
স্মরনীয় বাণী
### আজ যা নির্ভুল বলে জানছি, কাল সেটাকেই চরম ভূল বলে মনে হয়।আজ যেটাকে চমকপ্রদ বুদ্ধি মত্ত্বা বলে ভাবছি, সেটাকেই জানব চরম নির্বুদ্ধিতা
### ‘বন্ধুকুল! পৃথিবীতে বন্ধু বলে কেউ আছে আমি জানিনে। শুধু আমার নয়, কারো আছে কিনা সন্দেহ!বন্ধু পাওয়া যায় সেই ছেলেবেলায় স্কুল-কলেজেই।প্রাণের বন্ধু।তারপর আর না ।’ ‘আর না? সারা জীবনে আর না?’
‘জীবন জুড়ে যারা থাকে তারা কেউ কারো বন্ধু নয়।তারা দু’রকমের।এনিমি আর নন্-এনিমি। নন্-এনিমিদেরই বন্ধু বলে ধরতে হয়।’
স্মরনীয় বাণী
# এই সংসারে নিজের বলতে কেউ নেই। কেউ কেউ আপন হয়, আপনার হতে চায়, ক্ষনকালের জন্য, কিছু দিনের জন্য। তুমি যদি সমস্ত জীবনটাকে ছোট করে হাতের তালুর মধ্যে তুলে ধরে একটা বলের মতো ঘুরিয়ে ফিরিয়ে দেখো, ‘ত’ দেখবে যে তুমি ছাড়া, তোমার আয়নায় মুখ ছাড়া, তোমার আপনার বলে কেই নেই, সত্যি কেউ নেই।
#মানুষের স্বভাব হচ্ছে অন্যদের টেনশানে ফেলে সে আনন্দ পায়। সৃ্ষ্টিকর্তাও আমাদের টেনশানে ফেলে আনন্দ পান বলেই মানবজাতি সারাক্ষন টেনশানে থাকে।
#মানুষের মহত্ত্বম গুনের একটির নাম কৌতুহল।
হে মানবজাতি তোমরা বাক্য, কর্ম ও চিন্তায় সৎ হও!!!
***যে ব্যক্তি বাক্য, কর্ম ও চিন্তায় সৎ নয়, সে প্রকৃত মানুষ নয়।একজন পরিপূর্ণ মানুষ হতে হলে, একজন পরিপূর্ণ সৎ লোক হতে হবে। যে ব্যক্তি সকল বিষয়ে সৎ থাকে, সেই সর্বশ্রেষ্ঠ মানব। মানুষের ধর্ম এর চেয়ে কর্ম বড়।তাই করো ধর্মকে গুরুত্ব না দিয়ে তার কর্মকে গুরুত্ব দেয়া উচিত।***
0 comments:
Post a Comment