সম্প্রতি গবেষকরা জানিয়েছেন, আধুনিক প্রযুক্তিপ্রেমী নারীদের পছন্দের তালিকায় শীর্ষ স্থানে রয়েছে ঘুম এবং ইন্টারনেট। নারীরা শারীরিক বিষয়ে বেশি আগ্রহী- প্রচলিত এমন ধারণাটিকেই ভুল প্রমাণ করলো এ গবেষণা। খবর টাইমস অফ ইন্ডিয়া-এর।
গবেষণার ফলে দেখা গেছে, নারীদের পছন্দের তিনটি কাজ হচ্ছে প্রথমে ঘুম, তারপর ইন্টারনেট ব্রাউজিং এবং তৃতীয়স্থানে রয়েছে গোসল করার বিষয়টি।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, মিডিয়া কনসোর্টিয়াম ওমেন অ্যাট এনবিসিইউ-এর নারী গবেষকরা এ গবেষণা করেছেন।
গবেষণায় দেখা গেছে, মেয়েদের তিনটি পছন্দের মধ্যে শারিরীক সম্পর্কের কোনো স্থানই নেই। তবে, পুরষের ক্ষেত্রে এটির অবস্থান তিনে। পুরষের বেলায় প্রথম এবং দ্বিতীয় পছন্দটি নারীর সঙ্গেই মিলে যায়।
গবেষণার ফল বলছে, বর্তমানে নারীদের ইন্টারনেট এবং প্রযুক্তিভিত্তিক গ্যাজেট ব্যবহারের হার বাড়ছে। বর্তমানে ৫৪ ভাগ নারী স্মার্টফোন ব্যবহার করেন যেখানে পুরুষের হার ৪৬ ভাগ। এ ছাড়াও সোশাল নেটওয়ার্কিং সাইটে পুরুষের চেয়ে নারীর সংখ্যা বেশি। নারীরা দিনে গড়ে ৪ থেকে ৫ বার তাদের প্রোফাইল চেক করেন।
গেমিং-এর ক্ষেত্রেও এগিয়ে যাচ্ছেন নারীরা। বর্তমানে স্মার্টফোনে গেমিং অ্যাপ্লিকেশন রয়েছে ৭৫ ভাগ নারীর যেখানে পুরুষের হার ৬৭ ভাগ।
গবেষণার ফল প্রকাশিত হয়েছে ‘টেকনিউজ ডেইলি’ তে।
বিডি নিউজ 24
0 comments:
Post a Comment