
ফ্রান্সের পর এবার বেলজিয়ামে বোরকা ও নেকাব নিষিদ্ধ করা হয়েছে। গতকাল শনিবার থেকে দেশটিতে এই আইন কার্যকর হয়েছে বলে আল-জাজিরা টেলিভিশনের অনলাইনের খবরে জানানো হয়েছে।
খবরে বলা হয়েছে, আইন লঙ্ঘন করলে ১৯৭ ডলার জরিমানা এবং সর্বাধিক সাত দিনের কারাদণ্ড দেওয়ার বিধান রাখা হয়েছে। এতে বলা হয়েছে, জনসম্মুখে এমন কিছু পরা যাবে না যাতে কোনো মানুষের মুখমণ্ডল দেখা যায় না।
গত এপ্রিলে বেলজিয়ামের পার্লামেন্টে সর্বসম্মতিক্রমে এ আইন পাস হয়। এর আগে গত ১১ এপ্রিল ইউরোপের বৃহত্ মুসলিম অধ্যুষিত দেশ ফ্রান্সে প্রথমবারের মতো বোরকা নিষিদ্ধ আইন কার্যকর করা হয়।
এদিকে গত শুক্রবার বেলজিয়ামের দুই মুসলিম নারী দেশটির সাংবিধানিক আদালতে বোরকা ও নেকাব নিষিদ্ধকরণ আইন চ্যালেঞ্জ করে রিট করেন। তাঁরা বলেছেন, এ আইন বৈষম্যমূলক, মৌলিক অধিকার ও ধর্মীয় স্বাধীনতার পরিপন্থী।