এবার আরো রহস্যময়তা দেখুন আপনাদের প্রত্যেকের জন্ম সাল এর শেষ দুইটি সংখ্যা ও অপনাদের বয়সের যোগফল কত হয় । যেমন ধরুন আপনার বয়স ২২ এবং আপনার জন্ম সাল ১৯৮৯, এখন ২২+৮৯= ? ১১১ ।
মজার ব্যাপার হলো এই পৃথিবীর সবার জন্ম সালের শেষ দুই সংখ্যা ও বয়স যোগ করলে একি ফলাফল পাওয়া যাবে। মানে যোগফল হবে ১১১, যে ১১১-সংখ্যাটি ঘরে ফিরে আসছে ২০১১ সালের তারিখ গুলোতে। অদ্ভুদ এই রহস্যময় গানিতিক সংগঠন আমারা যারা এখনো বেচেঁ আছি শুধু তারাই দেখতে পাচ্ছি এবং শুধু একবারের জন্য। গনিতের এই রহস্যময় সংগঠনের নিয়মানুসারেই যা আমাদের এই জীবনকালে দ্বিতীয়বার দেখার সামান্যতম সম্ভাবনা ও নেই। যদি কারো থেকে থাকে আমাকে ৮২৩ বছর পর যানাবেন। হাহা... ইন্টারনেট অবলম্বনে নিজস্ব চিন্তা পদ্ধতি প্রয়োগের গবেষনালব্দ ফল। ...
0 comments:
Post a Comment