১৯৯৭ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার ২৮ মে নিরাপদ মাতৃত্ব দিবস পালনের ঘোষণা দেয়। ‘হাসপাতালে প্রসব করান, মা ও শিশুর জীবন বাঁচান’ বিষয়টি এবার দিবসের প্রতিপাদ্য করা হয়েছে।
‘বাংলাদেশ মাতৃমৃত্যু ও স্বাস্থ্যসেবা জরিপ ২০১০ অনুযায়ী, বর্তমানে প্রতি এক লাখ জীবিত শিশু জন্ম দিতে গিয়ে ১৯৪ জন মায়ের মৃত্যু হচ্ছে। প্রতি ৫০০ সন্তান জন্ম দিতে একজন মায়ের মৃত্যুঝুঁকি রয়েছে।
দিবসটি উপলক্ষে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান শোভাযাত্রা, আলোচনা সভা, কর্মশালা, পুষ্টি প্রদর্শনী, গর্ভবতী মায়েদের পুষ্টিকর খাবার বিতরণসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্বাস্থ্য মন্ত্রণালয় আজ সকাল সাতটায় শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে থেকে এক শোভাযাত্রার আয়োজন করেছে। নারী মৈত্রী সকাল ১০টায় সিরডাপ মিলনায়তনে কর্মশালা এবং নারীপক্ষ বরিশাল বিভাগে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে।
0 comments:
Post a Comment