ব্রিটিশ রাজপরিবারের ঐতিহ্য অনুযায়ী পরিবারের পুরুষ সদস্যরা বিয়ের দিন নতুন উপাধি পান। স্বাভাবিকভাবেই স্ত্রীও স্বামীর খেতাবের ভাগীদার হন। ডিউক উপাধি ব্রিটেনের অভিজাত মহলে সবচেয়ে বড় খেতাব হিসেবে বিবেচিত।
তবে সরকারিভাবে ক্যাথরিনকে প্রিন্সেস বলা হবে না। কারণ তিনি জন্মগতভাবে প্রিন্সেস নন; যদিও গণমাধ্যমে উইলিয়ামের মা প্রিন্সেস ডায়ানাকে যেমন প্রিন্সেস বলে অভিহিত করা হতো, সে রকম কেটকেও প্রিন্সেস বলা হচ্ছে।
প্রাসাদের এক বিবৃতিতে বলা হয়, 'প্রিন্স উইলিয়াম অব ওয়েলসকে আজ ডিউক উপাধি দিয়েছেন রানি। আজ থেকে তাঁর উপাধি হবে ডিউক অব ক্যামব্রিজ, আর্ল অব স্ট্রাথার্ন এবং ব্যারন ক্যারিকফার্গাস। তিনি এখন ডিউক অব ক্যামব্রিজ আর তাঁর স্ত্রী ক্যাথরিন মিডলটন ডাচেস অব ক্যামব্রিজ।' নতুন এ উপাধিতে উইলিয়াম সম্মানিত বোধ করছেন বলে জানিয়েছেন ক্লারেন্স হাউসের এক মুখপাত্র।
সপ্তদশ শতকে দ্বিতীয় চার্লসের রাজত্বকাল থেকেই ডিউক অব ক্যামব্রিজ উপাধিটি রাজপরিবারের উপাধি হিসেবে চলে আসছে। উইলিয়ামের এ উপাধিপ্রাপ্তির মধ্য দিয়ে পূর্বাঞ্চলীয় শহরটির সঙ্গে তাঁর বাবা চার্লসের সম্পর্ককেও মনে করিয়ে দেওয়া হয়েছে। চার্লস ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন।
ব্রিটেনের সর্বশেষ ডিউক অব ক্যামব্রিজ উপাধিটি ছিল প্রিন্স জর্জের। তাঁর জন্ম ১৮১৯ সালে। তিনি রাজা তৃতীয় জর্জের নাতি ও প্রিন্স অ্যাডলফাস ফ্রেডারিকের একমাত্র ছেলে। সূত্র : এএফপি।
0 comments:
Post a Comment