এলাচ গুড়ো এক মাস বেদানার রসের সঙ্গে খান৷ এতে বমি বন্ধ হয়ে যাবে৷ হজম শক্তি বাড়বে৷
5 টা এলাচের বীজ ছাড়িয়ে তা বাদাম এবং পেস্তার সঙ্গে পিষে নিন৷ ঐ মিশ্রনটা দুধের মধ্যে মিশিয়ে দুধ ফোটান৷ যখন হালুয়ার মত হয়ে যাবে তখন সেটা খান৷ এতে দূর্বলতা দূর হবে৷ স্মৃতি শক্তি বাড়বে৷
এলাচের গুড়ো ইসবগুলের সঙ্গে সম পরিমাণে মিশিয়ে আমলকির রসের সঙ্গে মিলিয়ে ছোট ছোট বড়ি তৈরি করুন৷ রোজ সকালে গরুর দুধের সঙ্গে ঐ বড়ি খান স্বপ্নদোষ দূর হয়ে যাবে৷
0 comments:
Post a Comment