মূলত আপনার মস্তিষ্ক-তরঙ্গই ট্যাবলেটটিকে নিয়ন্ত্রণ করবে। দক্ষিণ কোরিয়ার ইলেকট্রনিক পণ্য নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং মস্তিষ্কের সাহায্যে নিয়ন্ত্রণযোগ্য এই ধরনের ট্যাবলেট তৈরিতে কাজ করছে। এক খবরে এ তথ্য জানিয়েছে বিবিসি।
স্যামসাং ও যুক্তরাষ্ট্রের টেক্সাস বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা যৌথভাবে মস্তিষ্কের সাহায্যে নিয়ন্ত্রণযোগ্য কম্পিউটার তৈরিতে কাজ করছেন। এর মধ্যে গবেষকেরা চিন্তাশক্তির সাহায্যে ট্যাবলেটে অ্যাপ্লিকেশন চালানোর পরীক্ষায় সফল হয়েছে। অ্যাপ্লিকেশন চালানোর সময় ট্যাবলেট ব্যবহারকারীর মাথায় একটি বিশেষ টুপি পরতে হয়েছিল যা মস্তিষ্কের তরঙ্গ শনাক্ত করতে সক্ষম।
গবেষকেরা জানিয়েছেন, বর্তমানে চোখের ইশারায় এবং অঙ্গভঙ্গিতে ইলেকট্রনিক পণ্য নিয়ন্ত্রণের প্রযুক্তি হাতের নাগালে চলে এসেছে। স্যামসাংয়ের তৈরি গ্যালাক্সি এস ৪ স্মার্টফোনটিতেই চোখের ইশারায় ভিডিও চালানোর প্রযুক্তি যুক্ত হয়েছে। ভবিষ্যতে চিন্তাশক্তির সাহায্যে ট্যাবলেট নিয়ন্ত্রণের প্রযুক্তির উন্নয়ন করা হবে।
স্যামসাং ছাড়াও মস্তিষ্কের সাহায্যে নিয়ন্ত্রণযোগ্য কম্পিউটার উদ্ভাবনে কাজ করছে আইবিএম।
0 comments:
Post a Comment