২০২৩ সাল নাগাদ মঙ্গল গ্রহে মানুষ পাঠানোর ও বসতি স্থাপনের পরিকল্পনা করেছে ‘মার্স ওয়ান’। এক খবরে গার্ডিয়ান জানিয়েছে, মঙ্গলগ্রহে স্থায়ীভাবে বসবাস করতে ইচ্ছুক এমন ব্যক্তিদের কাছ থেকে আবেদনপত্র চেয়ে বিজ্ঞপ্তি দিয়েছিল প্রতিষ্ঠানটি। শর্ত ছিল যে, প্রতিষ্ঠানটির পক্ষ থেকে কেবল চুড়ান্তভাবে নির্বাচিত চারজন ব্যক্তিকেই শুধু মঙ্গল গ্রহে পৌঁছে দেওয়া হবে আর তাঁদেরকে জীবনধারণের জন্য প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করা হবে। পরবর্তীতে মঙ্গলগ্রহের পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে অভিযাত্রীদের নিজেদেরই চেষ্টা করতে হবে মঙ্গলে বেঁচে থাকার জন্য।
এ প্রসঙ্গে মার্স ওয়ানের চিকিত্সা পরিচালক নরবার্ট ক্রাফট জানিয়েছেন, মঙ্গল মিশনের জন্য লোক চেয়ে যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল, তাতে ১৮ বছর বয়সী থেকে শুরু করে ৬২ বছর বয়সী পর্যন্ত ১০ হাজারেরও বেশি নারী-পুরুষ আবেদন করেছেন।
গবেষকেরা জানিয়েছেন, যতো আবেদনপত্র মার্স ওয়ানের কাছে এসেছে তার মধ্যে বিষয়টি নিয়ে সত্যিকার অর্থে কয়জন ভেবেছেন সেটাই এখন দেখার বিষয়। কারণ, এই পৃথিবীর মায়া একেবারে ছেড়েই তবে মঙ্গলে গিয়ে ‘আবাদ’ শুরু করতে হবে।
0 comments:
Post a Comment