অ্যাপল জানিয়েছে, নতুন এই আইপ্যাডে ব্যবহৃত হয়েছে এ৫এক্স চিপ যা গ্রাফিক্স পারফরমেন্স বাড়িয়ে দেবে। পাশাপাশি এর স্ক্রিন রেজুলিউশন হলো ২,০৪৮ বাই ১,৫৩৬ পিক্সেল।
উল্লেখ্য, এই ফিচারগুলি আগেই বিভিন্ন প্রযুক্তি সাইট ধারণা করতে পেরেছিল। ফলে নতুন এই প্যাডে দৃশ্যত কোনো চমক আনতে পারেনি অ্যাপল।
এ বছর উইন্ডোজ ৮ চালিত ট্যাবলেট বাজারে আসার কথা থাকায় অনেকদিন থেকেই ধারণা করা হচ্ছিল অ্যাপলের সঙ্গে প্রতিযোগিতাটা এবার জমে উঠবে। বিশেষজ্ঞদের মতে, বাজারে টিকে থাকার লক্ষ্যেই নতুন এই আইপ্যাডের ঘোষণা দিলো অ্যাপল। এর নাম আইপ্যাড থ্রি বা আইপ্যাড এইচডি হবে বলে আগে ধারণা করা হলেও কেবল ‘দি নিউ আইপ্যাড’ বলেই সম্বোধন করছে টিম কুক কোম্পানি।
এটি আইপ্যাড টু এর তুলনায় মোটা এবং এতে পাঁচ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর ছাড়াও রয়েছে ফোর জি এলটিই নেটওয়ার্ক।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম
0 comments:
Post a Comment