সংবাদভিত্তিক ওয়েবসাইট এক্সপ্রেস কে.কেজেড জানায়, ওই ব্যক্তি কাজাখস্তানের কাজিলোর্দা শহরের এক ফুল ব্যবসায়ীকে আন্তর্জাতিক নারী দিবসে তাঁর স্ত্রীর কাছে ১০ লাখ গোলাপ পাঠানোর নির্দেশ দেন। তাও যে-সে গোলাপ হলে হবে না, এগুলো হতে হবে হল্যান্ডের বিখ্যাত লাল গোলাপ। ওয়েবসাইট সূত্রে জানা গেছে, ওই দম্পতির মাঝে কিছুদিন ধরে মান-অভিমান চলছিল।
কাজাখস্তানে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গতকাল প্রতিটি গোলাপ তিন থেকে ১৩ ডলার করে বিক্রি হয়েছে। সে হিসাবে ১০ লাখ গোলাপের পেছনে ওই ব্যক্তির ব্যয় হয়েছে ৩০ লাখ থেকে এক কোটি ৩০ লাখ ডলার। টাইমস অব ইন্ডিয়া।
0 comments:
Post a Comment