সুর-তাল-লয়ে কখনোই কোনো ভুল হয় না হাতসুনে মিকুর। এসব ব্যাপারে যে ভুল হয় না যন্ত্রের! হ্যাঁ, হাতসুনে মিকু রক্তমাংসের কোনো মানুষ নয়। কণ্ঠস্বর সংশ্লেষণ করার উপযোগী কম্পিউটার প্রোগ্রাম দিয়ে সৃষ্টি করা হয়েছে ‘তাকে’। প্রোগ্রামটি ব্যবহার করে যে-কেউ নিজের পছন্দমতো সংগীত তৈরি করতে পারেন।
হাতসুনে মিকুর ডিজিটাল ছবিসহ প্রোগ্রামটি তৈরি করেছে ক্রিপটন ফিউচার মিডিয়া নামে একটি প্রতিষ্ঠান। তবে এই ডিজিটাল শিল্পীর গানগুলো ভক্তদেরই সৃষ্টি। তার সবচেয়ে জনপ্রিয় গানগুলো লেখা ও সুরারোপের কাজ করেছেন অন্তত ২০ জন ভিন্ন ভিন্ন ব্যক্তি।
ডিজিটাল শিল্পী হাতসুনে মিকুর চারটি কনসার্ট আয়োজন করা হয়েছিল টোকিওতে। প্রতিটি ৭৬ মার্কিন ডলার দামের ওই ১০ হাজার টিকিটের সব কটি বিক্রি হয়ে যায় মাত্র কয়েক ঘণ্টায়। আয়োজকদের দাবি, এটি হাতসুনের সর্বশেষ কনসার্ট।
কনসার্ট মঞ্চে দেখানো হয় ডিজিটাল এই শিল্পীর ছবি। অনুষ্ঠানটি সরাসরি সমপ্রচার করা হয় সাংহাই, হংকং ও তাইওয়ানের কয়েকটি সিনেমা হলেও। সেখানেও ছিল দর্শকদের উপচে পড়া ভিড়।
কনসার্টে গিয়েছিলেন ২১ বছর বয়সী ইউয়া ওফুজি। তিনি বলেন, ‘আমার হূদয় যেন নাচছে। মনে হয় না আমি ঘুমাতে পারব।’ রয়টার্স।
0 comments:
Post a Comment