চীনে অবস্থিত মাইক্রোসফট-এর গেমিং কনসোল এক্সবক্স ৩৬০ তৈরির কারখানায় এ ঘটনা ঘটেছে। ২ জানুয়ারি বেতন-ভাতা বাড়ানোর দাবিতে ফক্সকন-এর কর্মীরা আন্দোলন করেন। কিন্তু ফক্সকন-এর পক্ষ থেকে চলতি বেতনে কাজ করে যেতে বলা হয় বা চাকরি ছেড়ে দিতে বলা হয়। প্রতিবাদ হিসেবে কর্মীরা ছাদ থেকে লাফিয়ে পড়ার হুমকি দেন বলে ওয়ান্ট চায়না টাইমস জানিয়েছে।
চীনের ইউয়ান প্রদেশের ফক্সকন-এর কারখানায় এমন ঘটনা ঘটেছে কিনা তা নিশ্চিত করেনি মাইক্রোসফট। তবে, তদন্ত করা হচ্ছে বলে জানানো হয়েছে।
মাইক্রোসফট-এর পক্ষ থেকে জানানো হয়েছে, মাইক্রোসফট কারখানার পরিস্থিতি সবসময় নজর রাখে এবং প্রতিষ্ঠানটির কোড অফ কনডাক্ট রয়েছে বলেও জানানো হয়েছে।
উল্লেখ্য, উইয়ার্ড-এর দেয়া তথ্যে দেখা গেছে গত পাঁচ বছরে ফক্সকন-এর ১৭ কর্মী আত্মহত্যা করেছেন। এ ছাড়াও ফক্সকন কারখানার চারপাশে উপর থেকে পড়ে গেলেও আত্মহত্যা প্রতিরোধক জাল টানিয়েছে।
ফক্সকন কারখানা বিষয়ে এক প্রতিবেদনে বলা হয়েছে, এ প্রতিষ্ঠানটিতে জোর করে কর্মীদের সময়ের অতিরিক্ত কাজ করিয়ে নেয়া হয়। একই ধরনের অভিযোগ অ্যাপল-এর ডিভাইস তৈরি করে এমন প্রতিষ্ঠানগুলোরও রয়েছে।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম
0 comments:
Post a Comment