মাই থো সিটির ওয়েস্টকম ইলেকট্রনিক্স-এর ম্যানেজার জানিয়েছেন, ১০ জন কর্মী দুসপ্তাহ ধরে এ ‘ক্রিসমাস ট্রি’ তৈরি করেছে। পরিবেশ বিষয়ে সচেতন করতেই এ ‘ক্রিসমাস ট্রি’ তৈরি করা হয়েছে।
জানা গেছে, কোন আকৃতির আলোকউজ্জ্বল এ ক্রিসমাস ট্রি দেখতে অনেক মানুষ ভিড় করছেন স্টোরটির সামনে। এমনকি এ ক্রিসমাস ট্রি’র সঙ্গে ছবিও তুলে নিচ্ছেন অনেকেই।
উল্লেখ্য, ভিয়েতনামে ৬০ ভাগ মানুষ মোবাইল ফোন ব্যবহার করে।
ওয়েস্টকম ইলেকট্রনিক্স কর্তৃপক্ষ জানিয়েছে, প্রদর্শনী শেষে ক্রিসমাস ট্রি নিলামে বিক্রি করা হবে এবং পুরো অর্থ ব্যয় করা হবে দাতব্য কাজে। আগামী বছর আরো বড় ‘পাইন ট্রি’ আদলের ‘ক্রিসমাস ট্রি’তৈরির ঘোষণাও এসেছে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম
0 comments:
Post a Comment