১.১ মিটার পরিধির ফাঁপা এ গোলকটি নামিবিয়ার রাজধানী থেকে ৭৫০ কিলোমিটার দূরের একটি গ্রামে পড়েছে।
নামিবিয়ার ফরেনসিক বিশেষজ্ঞ পল লুডিক জানিয়েছেন, বলটি মাটিতে পড়ার আগে স্থানীয়রা কয়েকবার বিস্ফোরণের শব্দ শুনেছিলেন। ৩৫ সেন্টিমিটার ব্যাসের এ বলটির পৃষ্ঠ এবড়োথেবড়ো এবং একসঙ্গে দুটি অংশ জোড়া লাগনো। তবে, এ বলটি চেনা ধাতুর তৈরি এবং ওজন ৬ কেজি। এ বলটি পড়ার পর ৩৩ সেন্টিমিটার গভীর এবং ৩.৮ মিটার প্রসস্ত গর্ত তৈরি হয়েছে তবে এটি পাওয়া গেছে গর্ত থেকে ১৮ মিটার দূরে।
গত কয়েক দশকে এরকম বল আফ্রিকার দক্ষিণাঞ্চল, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আমেরিকায় পড়ার ঘটনা ইন্টারনেট সার্চে পাওয়া গেছে।
আকাশ থেকে পড়া এ বলটি বিস্ফোরক না হলেও এর রহস্যময়তা নিয়ে তদন্ত চলছে বলেই জানা গেছে।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম
0 comments:
Post a Comment