বাংলাদেশ ব্যাংকের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গভর্নর আতিউর রহমান স্বাক্ষরিত এই নোটের এক পিঠে ও মুদ্রার এক পিঠে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি রয়েছে। এ ছাড়া প্রতিকৃতির ওপরে ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’, নিচের দিকে ইংরেজিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বাংলা ও ইংরেজিতে বাংলাদেশ ব্যাংক লেখা থাকবে। এ ছাড়া প্রতিকৃতির বাঁয়ে ইংরেজিতে ১০ টাকা মুদ্রিত রয়েছে। মুদ্রার অপর পিঠে ছয়জন বীর মুক্তিযোদ্ধার প্রতিকৃতি এবং প্রতিকৃতির ওপরে বাংলায় ও নিচে বাংলাদেশের ৪০তম বিজয়বার্ষিকী মুদ্রিত রয়েছে।
এদিকে, স্মারক মুদ্রার এক পিঠে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রতিকৃতি এবং প্রতিকৃতির ওপরে ও নিচে বাংলা ও ইংরেজিতে বিদ্রোহী কবিতার ৯০ বছর মুদ্রিত রয়েছে। এ ছাড়া প্রতিকৃতির বাঁয়ে ইংরেজি অঙ্কে ১০ ও বাংলা কথায় দশ টাকা মুদ্রিত রয়েছে।
মুদ্রার অপর পিঠে “বল বীর- বল উন্নত মম শির! শির নেহারি’ আমারি, নতশির ওই শিখর হিমাদ্রির!” বিদ্রোহী কবিতার এই কয়েকটি পঙিক্ত, কাজী নজরুল ইসলামের স্বাক্ষর এবং ওপরে বাংলায় বাংলাদেশ ব্যাংক ও নিচে ইংরেজিতে বাংলাদেশ ব্যাংক ও ২০১১ মুদ্রিত আছে।
মতিঝিলে বাংলাদেশ ব্যাংক অফিস থেকে সুদৃশ্য বাক্সসহ রৌপ্যনির্মিত প্রতিটি স্মারক মুদ্রা নগদ তিন হাজার ৫০০ টাকা, ফোল্ডার ও খামসহ একটি স্মারক নোট ২০০ টাকা এবং শুধু নোট ৪০ টাকা নগদ মূল্যে পাওয়া যাবে। পরবর্তী সময়ে বাংলাদেশ ব্যাংকের সব শাখা অফিস ও বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের শাখা থেকে নগদ মূল্যে এই স্মারক মুদ্রা ও স্মারক নোট কেনা যাবে। prothom-alo
0 comments:
Post a Comment