মুন্সীগঞ্জ শহরের পুরাতন কাচারী এলাকায় সদর সাবরেজিষ্ট্রারী অফিসের কাছাকাছি ২ জুতার দোকান আজ ভোর রাতের দিকে আগুনে ভষ্মিভুত হয়েছে। গঠনাটি খুবই মর্মান্তিক। এতে ব্যাপক ক্ষতি হয়েছে। প্রথম একটি দোকানে আগুন লাগে ভোর রাতের দিকে। আগুনে দোকান পুরে শেষ হয়ে যাবার পর আমাদের অতি তরিৎ কর্মা ফয়ার সার্ভিস বাহিনী আগুন নিয়ন্ত্রনে আনে সকালের দিকে। তখন দোকানে ছাই ছাড়া আর কিছু অবশিষ্ট নেই। তরিৎ কর্মা ফয়ার সার্ভিস বাহিনী আগুন নিয়ন্ত্রনে আনার পর তরা চলে যায়। তারা চলে যাবার কিছু সময় পর ই কোন এক রহস্যময় কারনে আগুন আবার দাউ দাউ করে জ্বলে উঠে। এর ফল স্বরুপ দুর্ভাগ্যবশত পাশের আর একটি দোকানে একটু একটু করে আগুন লেগে যায়। সে দোকানটির ও বেপক ক্ষয়-ক্ষতি হয়। প্রতক্ষ্যদর্শিদের কাছ থেকে জানা যায় দ্বিতীয় দোকানটিতে আগুন লাগার অনেক পর আবার ফয়ার সার্ভিস বাহিনী এসে আগুন নিয়ন্ত্রনে আনে। কিন্তু তার আগেই আনেক ক্ষয়-ক্ষতি হয়ে গেছে যা পুরনীয় নয়। এখন প্রশ্ন হলো আগুন লাগল ভোর রাতে আর তরিৎ কর্মা ফয়ার সার্ভিস বাহিনী আসল সকালে এর কি রহস্যময়তা? আগুন লেগে একটি দোকান পুরে ছাই হয়ে গেল তা কারো চোখে পড়ল না! ? শহরের নাইট গার্ড, দারোয়ান, চকিদার এরা কোথায় ছিল? আবার এদিকে ফয়ার সার্ভিস বাহিনী আগুন নিবিয়ে যাবার পর ও সেখানে থেকে কিভাগে আগুন বের হলো? কিছু প্রশ্ন থেকেই যায়।
ছবি আল মামুন এর ফেজবুক প্রোফাইল থেকে নেয়া হয়েছে।
0 comments:
Post a Comment