মনোযোগ এমন একটি প্রক্রিয়া যেটি মানুষের মানসিক প্রক্রিয়ার জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মনোযোগ প্রক্রিয়া ছাড়া মানসিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার কথা ভাবাই যায় না। কিন্তু দীর্ঘদিন এ বিষয়টি সম্পর্কে উল্লেখ করার মতো কোনো অর্জন হয়নি। স্নায়ু এবং জিনের মাধ্যমে এই প্রক্রিয়াটিকে কিভাবে ব্যাখ্যা করতে হবে তা বিজ্ঞানীরা জানতেন না। বেশ কিছু স্নায়ুজীববিজ্ঞানী গত দুদশকে মনোযোগবিষয়ক বিজ্ঞানকে উন্নত অবস্থানে নিয়ে গেছেন। এদের মধ্যে অন্যতম হচ্ছেন বিজ্ঞানী মিখাইল পসনার।
এক বা একাধিক সুনির্দিষ্ট কার্যক্রম পরিচালনার জন্য যখন বেশকিছু স্নায়ু পরস্পরের সাথে সিন্যাপস বরাবর সংযুক্ত হয় তখন ঐ সংযুক্ত স্নায়ুগুলোকে একত্রে স্নায়ুবিক সার্কিট বলে। স্নায়ুবিক সার্কিট কাজ করে সার্কিটে থাকা স্নায়ুগুলোর মধ্যে বিরাজমান জিনসমূহের সাহায্যে। তাই কোন স্নায়ুবিক সার্কিট সম্পর্কে ভালোভাবে জানতে হলে ঐ স্নায়ুবিক সার্কিটের সাথে জড়িত জিনসমূহ সম্পর্কে ভালোভাবে জানতে হবে। মনোযোগের স্নায়ুবিক সার্কিটের সাথে জড়িত প্রায় ১৮৫টি জিন আবিষ্কারে ভূমিকা রেখে মিখাইল পসনার কতটা গুরুত্বপূর্ণ কাজ করেছেন তা আর বলার অপেক্ষা রাখেনা। পসনার তার এই অর্জনগুলো নিয়ে আগামী জুলাইয়ে যুক্তরাষ্ট্রের সানদিয়েগোতে একটি বিজ্ঞান সেমিনারে বক্তৃতা করবেন।
0 comments:
Post a Comment