
ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা ডিএনএ সংশ্লেষ করে দুইটি সবুজ খরগোশের জন্ম দিয়েছেন। জেলিফিশের ডিএনএ নিয়ে মেয়ে খরগোশের ভ্রূণ-কোষে যুক্ত করেন তাঁরা। এরপর স্বাভাবিক গর্ভধারণ প্রক্রিয়ায় দুটি সবুজ খরগোশের জন্ম দিয়েছে মেয়ে খরগোশটি।
গবেষকেরা জানিয়েছেন, রাতের অন্ধকারে দ্যুতি ছড়ানোর এ বিষয়টি জিনগত রূপান্তরের কার্যকারিতার প্রমাণ। এর আগেও জিনগত রূপান্তর প্রক্রিয়ায় তেলাপোকা, বিড়াল, মাছ, ভেড়া ও বানরের ক্ষেত্রেও জিনগত রূপান্তর দেখিয়েছিলেন গবেষকেরা।