গতকাল মঙ্গলবার বার্তা সংস্থা পিটিআইয়ের প্রতিবেদনে জানানো হয়, গত বছরের এপ্রিলে সংশ্লিষ্ট কেরানির ভুলের জেরে তাঁর ঊর্ধ্বতন কর্মকর্তার চাকরি যায়। পরে বিষয়টি আদালতে গড়ায়।
গত সোমবার আদালতের রায়ে বলা হয়, ঘুমিয়ে পড়া কেরানির ভুলে ঊর্ধ্বতন তত্ত্বাবধায়ককে চাকরিচ্যুত করা হয়েছে। এটা অন্যায় পদক্ষেপ। তাই ওই তত্ত্বাবধায়ককে তাঁর চাকরিতে বহাল রাখার নির্দেশ দেন আদালত।
আদালতে ওই তত্ত্বাবধায়ক বলেন, ঘুমের ঘোরে কেরানির ভুলের বিষয়টি তিনি লক্ষ করেননি। তাই সংশ্লিষ্ট লেনদেনটি অনুমোদন করেন তিনি। পরে অপর এক সহকর্মীর চোখে ভুলটি ধরা পড়ে এবং তা সংশোধন করা হয়।
0 comments:
Post a Comment