নারী আসলে কী পছন্দ করে? এই অতিজটিল প্রশ্নের উত্তর অনুসন্ধানে তরুণদের নিরন্তর প্রচেষ্টা যুগ যুগ ধরে। নতুন এক গবেষণায় বলা হচ্ছে, নারীর মন জয় করতে হলে গিটারকে আঁকড়ে ধরতে হবে। কারণ, নারীর সামনে নিজেকে আকর্ষণীয়ভবে উপস্থাপনের জন্য এই বাদ্যযন্ত্র বিশেষ সহায়ক হয়।
ফ্রান্সের ব্রতজঁ-সুদ বিশ্ববিদ্যালয় ও প্যারিস বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে পরিচালিত এক গবেষণায় অংশগ্রহণকারী এক তরুণ ১৮ থেকে ২২ বছর বয়সী ৩০০ জন তরুণীর মনোযোগ আকর্ষণের চেষ্টা করেন এবং ফোন নম্বর জানতে চান। তিনি প্রথম দফায় খালি হাতে, দ্বিতীয় দফায় ব্যায়ামের উপকরণের ব্যাগ এবং শেষে গিটার হাতে করে ওই তরুণীদের সামনে হাজির হন। তরুণের এ অভিযানে তৃতীয় দফায় সাফল্যের হারই সবচেয়ে বেশি।
এদিকে, ইসরায়েলে ভিন্ন এক গবেষণায় বিশ্ববিদ্যালয় পড়ুয়া ১০০ তরুণীকে বন্ধুত্বের আহ্বান (ফ্রেন্ড রিকোয়েস্ট) জানানো হয়। অর্ধেক রিকোয়েস্টে ব্যবহার করা হয় গিটারসহ তরুণের ছবি। এসব রিকোয়েস্টের ২৮ শতাংশই সফল হয়েছে। কিন্তু গিটারবিহীন ফ্রেন্ড রিকোয়েস্টে সাফল্যের হার মাত্র ২ থেকে ৩ শতাংশ। এ ছাড়া, ভারতীয় তরুণীদের সঙ্গে আলাপ করে গিটারবাদক ব্যক্তিদের প্রতি তাঁদের বিশেষ অনুরাগের কথা জানা যায়। এএফপি।
ফ্রান্সের ব্রতজঁ-সুদ বিশ্ববিদ্যালয় ও প্যারিস বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে পরিচালিত এক গবেষণায় অংশগ্রহণকারী এক তরুণ ১৮ থেকে ২২ বছর বয়সী ৩০০ জন তরুণীর মনোযোগ আকর্ষণের চেষ্টা করেন এবং ফোন নম্বর জানতে চান। তিনি প্রথম দফায় খালি হাতে, দ্বিতীয় দফায় ব্যায়ামের উপকরণের ব্যাগ এবং শেষে গিটার হাতে করে ওই তরুণীদের সামনে হাজির হন। তরুণের এ অভিযানে তৃতীয় দফায় সাফল্যের হারই সবচেয়ে বেশি।
এদিকে, ইসরায়েলে ভিন্ন এক গবেষণায় বিশ্ববিদ্যালয় পড়ুয়া ১০০ তরুণীকে বন্ধুত্বের আহ্বান (ফ্রেন্ড রিকোয়েস্ট) জানানো হয়। অর্ধেক রিকোয়েস্টে ব্যবহার করা হয় গিটারসহ তরুণের ছবি। এসব রিকোয়েস্টের ২৮ শতাংশই সফল হয়েছে। কিন্তু গিটারবিহীন ফ্রেন্ড রিকোয়েস্টে সাফল্যের হার মাত্র ২ থেকে ৩ শতাংশ। এ ছাড়া, ভারতীয় তরুণীদের সঙ্গে আলাপ করে গিটারবাদক ব্যক্তিদের প্রতি তাঁদের বিশেষ অনুরাগের কথা জানা যায়। এএফপি।
0 comments:
Post a Comment