গবেষণা প্রতিবেদনটি অ্যানাল অব দ্য রিমাটিক ডিজিজ সাময়িকীতে প্রকাশিত হয়েছে। নারীদের দেহে বাতের সমস্যা থাকে বলে এ গবেষণায় প্রায় ২ লাখ নারীকে দীর্ঘদিন ধরে পর্যবেক্ষণ করা হয়।
যুক্তরাজ্যের আর্থাইটিস রিসার্চের পরিচালক প্রফেসর এলান সিলমান বলেন, ‘সূর্যের আলোর ভিটামিন ডি মানবদেহের জন্য অত্যন্ত উপকারী। অধিকাংশ মানুষ যারা বাতের রোগে ভোগেন তাদের দেহে ভিটামিন ডির ঘাটতি থাকে আগেই বিভিন্ন গবেষণায় এটি দেখা গেছে। ফলে এ গবেষণা প্রতিবেদন পর্যালোচনা করে আমাদের ধারণা, যারা সূর্যের আলোতে বেশি থাকেন তাদের দেহে বাতের ঝুঁকি কম। তবে অবশ্যই প্রখর সূর্যের আলোতে বেশিক্ষণ থাকা উচিৎ নয়।’
0 comments:
Post a Comment