1 / 1
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অবস্থিত এক বেসরকারি প্রতিষ্ঠান ২০১৮ সালে মঙ্গলের কক্ষপথে নভোচারী পাঠাবে। সম্প্রতি সাড়া জাগানো এক প্রচারণায় এমন তথ্য প্রকাশের পর প্রযুক্তি বিষয়ক সাইট টেকনিউজ খোঁজার চেষ্টা করেছে - ওই অভিযানে কাদের পাঠানো উচিত?
ফেব্রুয়ারির ২৭ তারিখে ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে মহাকাশ পর্যটক ডেনিস টিটো তার প্রতিষ্ঠিত একটি অলাভজনক সংস্থার পক্ষ থেকে জানিয়েছেন তার প্রতিষ্ঠানটি ২০১৮ সালে মঙ্গল অভিযানে মানুষ পাঠাবে।
টিটো জানিয়েছেন, মঙ্গলে যাওয়া-আসার এই ৫০০ দিনের দুরূহ অভিযানে দু’জন নভোচারি যাবেন। একাকি এবং নিরবচ্ছিন্নভাবে থাকা ওই অভিযানে উৎসাহ দেওয়ার জন্য গবেষণা দলটি মঙ্গলের ওই মিশনে বিবাহিত দম্পতি পাঠানোর আশা করছে।
প্যারাগন স্পেস ডেভেলপমেন্ট করপোরেশন-এর চেয়্যারম্যান এবং ইনস্পিরেশন মার্স টিমের সদস্য জেন পয়েন্টার বলেছেন, ‘এটা ভালো সিদ্ধান্ত কারণ, অভিযানে একজন পুরুষ এবং একজন নারী থাকলে সেখানে মানবিকতা বজায় থাকবে।’ তিনি যোগ করেন, ‘পৃথিবীতেও আমরা অর্ধেক পুরুষ এবং অর্ধেক নারী’।
পয়েন্টার আরো বলেন, এটা আরো সুবিধাজনক যে, সেখানে কেউ একজন সমস্যা সমাধানে সহযোগিতা করতে এবং কিছু মজার মূহুর্ত বিনিময় করার জন্য সবসময় সঙ্গে থাকবে।
নভোযান চালাতে দক্ষতাসম্পন্ন লোকদেরকেই সেখানে পাঠানো হবে, যারা নভোযানের প্রযুক্তিগত ধারণা রাখে, জানানো হয়েছে প্রতিষ্ঠানটির প্রচারণায়।
0 comments:
Post a Comment