দিনে ক্যালসিয়ামের চাহিদা—
৯ থেকে ১৮ বছর: ছেলে: ১৩০০ মি.গ্রা., মেয়ে ১৩০০ মি.গ্রা.
১৯ থেকে ৫০ বছর: পুরুষ ১৩০০ মি.গ্রা., নারী ১৩০০ মি.গ্রা.
গর্ভবতী ও স্তন্যদানকারী নারীর বাড়তি আরও ১৩০০ মি.গ্রা.
পঞ্চাশোর্ধ্ব: পুরুষ ও নারী ১০০০ মি.গ্রা.
এই ক্যালসিয়ামের চাহিদা মেটাতে পারে আমাদের চারপাশের অনেক খাবারই। যেমন—
১ কাপ (২০০ মিলিলিটার) দুধ-২৩৬ মিলিগ্রাম ক্যালসিয়াম
১ কাপ (২০০ মিলিলিটার) ননীবিহীন দুধ-২৪৪ মি.গ্রা.
১ কাপ ননীবিহীন দই-৪১৫ মি.গ্রা.
১০০ গ্রাম পনির-১৪৫ মি.গ্রা.
১২টা অ্যালমন্ড বাদাম-৬২ মি.গ্রা.
৮৫ গ্রাম ব্রকলি-৩৫ মি.গ্রা.
৩ চামচ সবুজ বরবটি-৫০ মি.গ্রা.
৩ চামচ লাল কিডনি বিন-৭৫ মি.গ্রা.
১ চামচ সিসেম বিচি-৮০ মি.গ্রা.
সূত্র: আন্তর্জাতিক অস্টিওপরোসিস ফাউন্ডেশন
0 comments:
Post a Comment