প্রিন্সেস ডায়ানার তরুণ বয়সের এই ছবিটি আগে কখনো দেখা যায়নি। এবার যখন পাওয়া গেল, তখন নিলামে সাদাকালো সেই ছবিটি বিক্রি হয়েছে ১৮ হাজার ৩০৬ ডলারে। মার্কিন নিলামকারী প্রতিষ্ঠান গত শুক্রবার এই তথ্য জানিয়েছে।
ছবিটি আশির দশকে তোলা। ছবিতে বই পড়ায় মগ্ন সমবয়সী এক তরুণের কোলে ডায়ানাকে শুয়ে থাকতে দেখা যায়। আর হাস্যোজ্জ্বল ডায়ানা ক্যামেরার দিকে তাকিয়ে রয়েছেন। ডায়ানা প্রিন্সেস অব ওয়েলস হওয়ার আগে এই ছবি তোলা হয়। ছবিতে লেখা আছে, এটি প্রকাশের জন্য নয়।
ছবিটির পেছনে ১৯৮১ সালের ২৬ ফেব্রুয়ারি তারিখ দেওয়া আছে। এর মাত্র দুই দিন পর বাকিংহাম প্রাসাদে প্রিন্স চার্লসের সঙ্গে ডায়ানার বাগ্দানের ঘোষণা দেওয়া হয়।
নিউ হ্যামশায়ারের পিআর অকশন অব অ্যামহার্স্ট এই নিলামের আয়োজন করে। প্রতিষ্ঠানটি জানায়, ব্যক্তিমালিকানাধীন ক্যারেন আর্কাইভ থেকে ছবিটি সংগ্রহ করা হয়। আর আর্কাইভ এটি সংগ্রহ করে প্রায় সাত বছর আগে। ব্রিটিশ পত্রিকা ডেইলি মিরর-এর ফটো লাইব্রেরি থেকে তারা এটি কিনে নেয়। নিলামে ছবিটির ক্রেতার নাম জানানো হয়নি।
ব্রিটেনের গণমাধ্যমের খবরে বলা হয়, ছবিতে ডায়ানার সঙ্গে থাকা ওই তরুণের নাম অ্যাডাম রাসেল। তিনি যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী স্ট্যানলি ব্যাল্ডউইনের প্রপৌত্র। ইন্টারনেটে ১৭ জানুয়ারি থেকে ওই নিলাম শুরু হয়ে বৃহস্পতিবার শেষ হয়।
ডায়ানা ৩৬ বছর বয়সে ১৯৯৭ সালের আগস্টে প্যারিসে এক গাড়ি দুর্ঘটনায় নিহত হন। এর এক বছর আগে প্রিন্স চার্লসের সঙ্গে তাঁর বিবাহবিচ্ছেদ ঘটে। এএফপি।
ছবিটি আশির দশকে তোলা। ছবিতে বই পড়ায় মগ্ন সমবয়সী এক তরুণের কোলে ডায়ানাকে শুয়ে থাকতে দেখা যায়। আর হাস্যোজ্জ্বল ডায়ানা ক্যামেরার দিকে তাকিয়ে রয়েছেন। ডায়ানা প্রিন্সেস অব ওয়েলস হওয়ার আগে এই ছবি তোলা হয়। ছবিতে লেখা আছে, এটি প্রকাশের জন্য নয়।
ছবিটির পেছনে ১৯৮১ সালের ২৬ ফেব্রুয়ারি তারিখ দেওয়া আছে। এর মাত্র দুই দিন পর বাকিংহাম প্রাসাদে প্রিন্স চার্লসের সঙ্গে ডায়ানার বাগ্দানের ঘোষণা দেওয়া হয়।
নিউ হ্যামশায়ারের পিআর অকশন অব অ্যামহার্স্ট এই নিলামের আয়োজন করে। প্রতিষ্ঠানটি জানায়, ব্যক্তিমালিকানাধীন ক্যারেন আর্কাইভ থেকে ছবিটি সংগ্রহ করা হয়। আর আর্কাইভ এটি সংগ্রহ করে প্রায় সাত বছর আগে। ব্রিটিশ পত্রিকা ডেইলি মিরর-এর ফটো লাইব্রেরি থেকে তারা এটি কিনে নেয়। নিলামে ছবিটির ক্রেতার নাম জানানো হয়নি।
ব্রিটেনের গণমাধ্যমের খবরে বলা হয়, ছবিতে ডায়ানার সঙ্গে থাকা ওই তরুণের নাম অ্যাডাম রাসেল। তিনি যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী স্ট্যানলি ব্যাল্ডউইনের প্রপৌত্র। ইন্টারনেটে ১৭ জানুয়ারি থেকে ওই নিলাম শুরু হয়ে বৃহস্পতিবার শেষ হয়।
ডায়ানা ৩৬ বছর বয়সে ১৯৯৭ সালের আগস্টে প্যারিসে এক গাড়ি দুর্ঘটনায় নিহত হন। এর এক বছর আগে প্রিন্স চার্লসের সঙ্গে তাঁর বিবাহবিচ্ছেদ ঘটে। এএফপি।
0 comments:
Post a Comment