চিঠির সঙ্গে নেপোলিয়নের সময় ব্যবহূত চার শতাধিক জিনিস নিলামে তুলতে যাচ্ছে নিলামকারী প্রতিষ্ঠান ওজেনাট। চিঠিটি ১৩ হাজার থেকে সাড়ে ১৯ হাজার ডলারে বিক্রি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
খবরে বলা হয়, সাংকেতিক ভাষায় লেখা চিঠিতে তারিখ রয়েছে ১৮১২ সালের ২০ অক্টোবর। নিচে ‘নেপ’ নামে স্বাক্ষর করা। সাংকেতিক ভাষার মূল চিঠির সঙ্গে গোয়েন্দাদের অনুবাদ করা লেখাটিও এই নিলামে থাকছে। চিঠির প্রথম লাইনটিতে নেপোলিয়ন লিখেছেন, ‘২২ অক্টোবর ভোররাত তিনটায় আমি ক্রেমলিন উড়িয়ে দিতে যাচ্ছি।’
নিলামকারী সংস্থা ওজেনাটের প্রধান জ্যঁ পেরি বলেন, ‘অসাধারণ! আমরা আসলে আমাদের হাতে একখণ্ড ইতিহাস পেয়েছি...।’
নেপোলিয়ন যখন এই চিঠিটি লিখেছিলেন, তখন বেশ কঠিন সময় পার করছিলেন তিনি। এটা ১৮১২ সালে নেপোলিয়নের রাশিয়া অভিযানের শেষ দিককার কথা। তখন ওই যুদ্ধে ফ্রান্সের তিন লাখের বেশি সেনা নিহত হয়। ওই বছরের সেপ্টেম্বরে মস্কোর বাইরে ফ্রান্স ও রাশিয়ার সেনাদের মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধে কমপক্ষে ৭০ হাজার ব্যক্তি নিহত হয়। এরপর নেপোলিয়ন যখন মস্কোতে প্রবেশ করেন, গিয়ে দেখেন জার উত্খাত হয়েছে। গোটা নগরে লন্ডভন্ড অবস্থা।
0 comments:
Post a Comment