ফ্রান্স ও কানাডার একদল জ্যোতির্বিদের পর্যবেক্ষণে ধরা পড়েছে এমনই এক নিঃসঙ্গ গ্রহ। তাদের ধারণা, সিএফবিডিএসআইআর২১৪৯ নামের এ গ্রহটি কোনো নক্ষত্রকে কেন্দ্র করে ঘুরছে না। জ্যোতির্বিজ্ঞানবিষয়ক সাময়িকী অ্যাস্ট্রোনোমি এবং অ্যাস্ট্রোফিজিকসে গত সপ্তাহে এ বিষয়ে তাদের একটি নিবন্ধ প্রকাশিত হয়েছে। গবেষণা দলের নেতৃত্বে ছিলেন ফিলিপ্পি ডেলর্মি।
গবেষকেরা বলছেন, গ্রহটির ভর বৃহস্পতির চার থেকে সাত গুণ বেশি। নিঃসঙ্গ গ্রহের তালিকায় যুক্ত এই গ্রহটির আকর্ষণক্ষমতা অন্যদের চেয়ে সম্পূর্ণ ভিন্ন। ধারণা করা হচ্ছে, গ্রহটির বয়স ৫০ থেকে ১২০ মিলিয়ন বছর। এই আবর্তনশীল গ্রহটি কোনো নক্ষত্রকে পরিভ্রমণ করে না। গ্রহটির উৎপত্তি সম্পর্কে বিজ্ঞানীরা বলছেন, এটি হয় একটি নক্ষত্রপুঞ্জ থেকে ছিটকে এসেছে অথবা স্বাধীনভাবে সৃষ্টি হয়েছে।
এক যুগেরও আগে নক্ষত্রপুঞ্জ ওরিয়ন নেবুলায় এমন স্বাধীন আরও প্রায় এক ডজন গ্রহের প্রথম সন্ধান মিলেছিল। এরপর তালিকায় যুক্ত হয়েছে এমন আরও কয়েক ডজন গ্রহ।
কিন্তু নতুন এ গ্রহটি সম্পর্কে কানাডার মন্ট্রিল বিশ্ববিদ্যালয়ের গবেষক এনটিনি আরটিগাও বলেন, এই আবিষ্কার বেশ গুরুত্বপূর্ণ। কারণ এটি পাওয়া গেছে নক্ষত্র সৃষ্টি হওয়ার অঞ্চলের বাইরে। এটি তুলনামূলক বয়স্ক, বেশি ঠান্ডা এবং পৃথিবীর বেশি নিকটে। পৃথিবী থেকে এর দূরত্ব আনুমানিক ১৩০ আলোকবর্ষ।
তবে এ বিষয়ে আরও নিবিড় এবং বেশি গবেষণা প্রয়োজন বলে জানিয়েছেন গবেষকেরা। ন্যাশনাল জিওগ্রাফিক নিউজ
0 comments:
Post a Comment