শুক্রবার সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত দেশের ২০টি কেন্দ্রের ২৫৮টি স্থানে এই পরীক্ষায় ১ লাখ ৯৭ হাজার ২৯৯ জন অংশ নেন।
শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী সকালে ঢাকা টিচার্স ট্রেনিং কলেজ কেন্দ্র পরিদর্শন করেন। তার সঙ্গে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষর (এনটিআরসিএ) চেয়ারম্যান আশীষ কুমার সরকার, সদস্য (পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন) ছামেনা বেগমও ছিলেন।
শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত শিক্ষক নিবন্ধনের কলেজ পর্যায়ের পরীক্ষা হবে। এতে ১ লাখ ১৫ হাজার ৮৮৫ জন অংশ নেবেন।
পরীক্ষা শেষ হওয়ার ৯০ দিনের মধ্যে ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
অষ্টম শিক্ষক নিবন্ধন পরীক্ষার অংশ নেওয়ার জন্য আগ্রহীরা গত ১ থেকে ৩১ মে পর্যন্ত অনলাইনে আবেদন করেন।
এবার স্কুল ও কলেজ পর্যায়ে শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অংশ নেওয়ার জন্য ৩ লাখ ১৩ হাজার ১৮৪ জন আবেদন করেন। এর মধ্যে ২ লাখ ১ হাজার ৩২৪ জন পুরুষ এবং ১ লাখ ১১ হাজার ৮৬০ জন নারী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটক
0 comments:
Post a Comment