পৃথিবীর দিকে ধেয়ে আসা সর্বশেষ এ সৌরঝড়টির তুলনায় আরো ২০ গুণ শক্তিশালী সৌরঝড় পৃথিবীর উপর দিয়ে বয়ে যাওয়ার রেকর্ড রয়েছে। সৌরঝড় খুব শক্তিশালী হলে তা স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থায় সমস্যা তৈরি করতে পারে। সৌরঝড় প্রথম বিজ্ঞানীদের নজরে আসে ১৮ শতকে। সে সময় একটি শক্তিশালী সৌরঝড় চলাকালে টেলিগ্রাফ অপারেটররা আবিষ্কার করেন, ব্যাটারি ছাড়াই টেলিগ্রাফ পাঠাতে পারছেন তারা। তবে এখনকার ঝড় ততোটা বিপজ্জনক নয় বলেই নিশ্চিত করেছেন বিজ্ঞানীরা।
পৃথিবীর ৪০ ডিগ্রি উত্তর অক্ষাংশের বাসিন্দারা সৌরঝড়টির কারণে রাতের আকাশে অরোরা বা মেরুপ্রভা দেখতে পারেন বলে জানিয়েছে নাসা।
অন্যদিকে সৌরঝড়টির গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা। সৌরঝড়টি নিয়ে বেশ কিছু চোখ ধাঁধাঁনো ছবি এবং ভিডিও ধারণ করেছেন নাসার বিজ্ঞানীরা।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম
0 comments:
Post a Comment