ত্রিমাত্রিক পর্দা
এলজি কর্তৃপক্ষ সম্প্রতি ভারতে তাদের সবচেয়ে বড় পর্দার টিভির ঘোষণা দিয়েছে। নতুন এ টিভিতে অত্যাধুনিক প্রযুক্তি হিসেবে ব্যবহূত হয়েছে সিনেমা পর্দা ডিজাইন। এটি সম্পূর্ণভাবে একটি সিনেমা থ্রিডি স্মার্ট টিভি। এলজি কর্তৃপক্ষ জানিয়েছে, এর আকৃতি একটু ভিন্ন ধরনের। বর্তমানে প্রচলিত টিভির মতো নয়। যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিত বিশ্বের সর্ববৃহৎ কনজিউমার ইলেকট্রনিকস শো (সিইএস) ২০১২-তে ইলেকট্রনিকস পণ্য নির্মাতা এলজি এই ‘থ্রিডি টিভি’ উপস্থাপন করে।
টিভির চারপাশের ফ্রেম অত্যন্ত ছোট। তা ছাড়া টিভিটি প্রস্থে ৫ মিলিমিটারেরও কম। এতে যুক্ত হয়েছে থ্রিডি সাউন্ড জুমিং পদ্ধতি। ফলে থ্রিডি কনটেন্ট দেখার সময় ব্যবহারকারী এর শব্দকে সহজেই সামঞ্জস্যপূর্ণ করে নিতে পারবে। অন্য সব উপাদানের মধ্যে আছে ইন্টেলের ওয়াইফাই ওয়্যারলেস ডিসপ্লে প্রযুক্তি, থ্রিডি ডেপথ কন্ট্রোল এবং টুডি থেকে থ্রিডি রূপান্তর পদ্ধতি। এই টিভিতে গেমারদের জন্য আছে নানা সুবিধা। এর ডুয়াল প্লে ফিচারের মাধ্যমে দুজন গেমার একই সঙ্গে গেম খেলতে পারবে। পুরো পর্দাজুড়ে এই গেম দেখা যাবে। মজার ব্যাপার হলো, পর্দার পর্দা কোনো রকম বিচ্ছিন্নতা ছাড়াই মসৃণভাবে প্রদর্শিত হবে। এলজি কর্তৃপক্ষের মতে, গেমাররা সম্পূর্ণ ভিন্ন ধরনের মজা উপভোগ করতে পারবে। তবে এ ক্ষেত্রে বিশেষ মানের গ্লাস ব্যবহার করতে হবে। স্মার্ট টিভি সিরিজে মোট ২১টি মডেল আছে। টিভিগুলোর পর্দার আকার সর্বনিম্ন ৩২ ইঞ্চি থেকে সর্বোচ্চ ৭২ ইঞ্চি পর্যন্ত। খুব শিগগির বিশ্বের ৭০টি দেশে এ সিরিজের টিভিগুলো পাওয়া যাবে। আর প্রতিটি টিভির দাম পড়বে ৫৫ হাজার থেকে সাত লাখ রুপি। এ মাসের ১২ তারিখ থেকে নতুন এ সিরিজের টিভিটি ভারতের বাজারে পাওয়া যাচ্ছে। —ওয়ার্ল্ড নিউজ অবলম্বনে প্রদীপ সাহা
টিভির চারপাশের ফ্রেম অত্যন্ত ছোট। তা ছাড়া টিভিটি প্রস্থে ৫ মিলিমিটারেরও কম। এতে যুক্ত হয়েছে থ্রিডি সাউন্ড জুমিং পদ্ধতি। ফলে থ্রিডি কনটেন্ট দেখার সময় ব্যবহারকারী এর শব্দকে সহজেই সামঞ্জস্যপূর্ণ করে নিতে পারবে। অন্য সব উপাদানের মধ্যে আছে ইন্টেলের ওয়াইফাই ওয়্যারলেস ডিসপ্লে প্রযুক্তি, থ্রিডি ডেপথ কন্ট্রোল এবং টুডি থেকে থ্রিডি রূপান্তর পদ্ধতি। এই টিভিতে গেমারদের জন্য আছে নানা সুবিধা। এর ডুয়াল প্লে ফিচারের মাধ্যমে দুজন গেমার একই সঙ্গে গেম খেলতে পারবে। পুরো পর্দাজুড়ে এই গেম দেখা যাবে। মজার ব্যাপার হলো, পর্দার পর্দা কোনো রকম বিচ্ছিন্নতা ছাড়াই মসৃণভাবে প্রদর্শিত হবে। এলজি কর্তৃপক্ষের মতে, গেমাররা সম্পূর্ণ ভিন্ন ধরনের মজা উপভোগ করতে পারবে। তবে এ ক্ষেত্রে বিশেষ মানের গ্লাস ব্যবহার করতে হবে। স্মার্ট টিভি সিরিজে মোট ২১টি মডেল আছে। টিভিগুলোর পর্দার আকার সর্বনিম্ন ৩২ ইঞ্চি থেকে সর্বোচ্চ ৭২ ইঞ্চি পর্যন্ত। খুব শিগগির বিশ্বের ৭০টি দেশে এ সিরিজের টিভিগুলো পাওয়া যাবে। আর প্রতিটি টিভির দাম পড়বে ৫৫ হাজার থেকে সাত লাখ রুপি। এ মাসের ১২ তারিখ থেকে নতুন এ সিরিজের টিভিটি ভারতের বাজারে পাওয়া যাচ্ছে। —ওয়ার্ল্ড নিউজ অবলম্বনে প্রদীপ সাহা
0 comments:
Post a Comment