
২০০৫ সালে ‘ইওএস২০ডিএ’ মডেলের প্রথম অ্যাস্ট্রোগ্রাফির ক্যামেরা এনেছিল ক্যানন। এর সাত বছর পর ইওএস ৬০ডিএ আনছে ক্যানন। ১৮ মেগাপিক্সেলের এ ক্যামেরার আইএসও হবে ৬ হাজার ৪০০; যা ১২ হাজার ৮০০ পর্যন্ত বাড়িয়ে নেওয়া যাবে। সামনের মাসেই নতুন এই ক্যামেরা বাজারে আনতে পারে ক্যানন। দাম পড়বে প্রায় ১ হাজার ৫০০ ডলার