নিউইয়র্ক থেকে প্রকাশিত টাইম সাময়িকী এ বছর বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ১০০ জন ব্যক্তির নামের তালিকা গত বুধবার প্রকাশ করেছে। ওই তালিকায় ঠাঁই পেয়েছেন তাঁরা।
২০১২ সালের ১০০ জন প্রভাবশালীর তালিকায় রাজনীতিক, কৌতুক অভিনেতা, ক্রীড়াবিদ, বিজ্ঞানী, সাহিত্যিক, সংগীতশিল্পী, অভিনেত্রী, ধনাঢ্য ব্যবসায়ীসহ ৩৭টি দেশের ৫৪ জন আন্তর্জাতিক ব্যক্তিত্ব রয়েছেন। তবে এ বছরও তালিকায় যুক্তরাষ্ট্রের আধিক্য বেশি। এ ছাড়া অনেক বিতর্কিত ব্যক্তির নামও রয়েছে।
এ বছর টাইম-এর তালিকায় সর্বোচ্চসংখ্যক নারীর নাম রয়েছে। চলতি বছর বিশ্বের প্রভাবশালী ১০০ জনের মধ্যে ৩৮ জনই নারী।
১৯৯৯ সাল থেকে শুরু করে প্রতিবছরই টাইম সাময়িকী বিশ্বের প্রভাবশালী ব্যক্তিদের তালিকা প্রকাশ করছে।
এ বছর টাইম মোগল, ব্রেকআউটস, আইকনস, পাইওনিয়ার্স এবং লিডার্স—এ পাঁচটি বিভাগে প্রভাবশালীদের মনোনয়ন দিয়েছে। এর সঙ্গে অনলাইনে পাঠকদের ভোটাভুটি এবং মতামতকে তালিকা প্রণয়নের ক্ষেত্রে বিবেচনা করা হয়েছে। তালিকায় ঠাঁই পাওয়া প্রত্যেক ব্যক্তিকে নিয়ে টাইম নিজস্ব মূল্যায়নও প্রকাশ করেছে।
টাইম সাময়িকীর ব্যবস্থাপনা সম্পাদক রিক স্টেনজেল বলেন, প্রভাব তৈরির অসীম সম্ভাবনা রয়েছে এবং নিজ প্রভাবের মাধ্যমে যাঁরা বিশ্বকে বদলে দেওয়ার ক্ষমতা রাখেন, এ তালিকা তাঁদের।
প্রভাবশালীদের তালিকায় ঠাঁই পাওয়া মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ব্যক্তিগত এ অর্জনকে ‘মা, মাটি, মানুষকে’ উৎসর্গ করেছেন। মমতা সম্পর্কে টাইম বলেছে, ‘প্রাণবন্ত ব্যক্তিত্বের অধিকারী এবং রাজপথের লড়াকু নেত্রী’। বিবিসি, এএফপি। prothom-alo
0 comments:
Post a Comment