নিলামের মাধ্যমে ইএসপিএন-স্টারের সম্প্রচার স্বত্ব পাওয়ার খবরটি চেন্নাইয়ে আজ সোমবার এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রেসিডেন্ট এন শ্রীনিবাসন।
টাইমস অব ইন্ডিয়া অনলাইনের খবরে বলা হয়, ২০১২ সালের জুলাই মাস থেকে ২০১৮ সালের মার্চ মাস পর্যন্ত ভারতের মাটিতে অনুষ্ঠেয় ভারতীয় ক্রিকেট দলের ৯৬টি ম্যাচ সম্প্রচার করবে ইএসপিএন-স্টার। ম্যাচগুলোর টিভি ও ইন্টারনেট স্বত্ব বাবদ বিসিসিআইকে তিন হাজার ৮৫১ কোটি রুপি দেবে স্টার।
এ হিসাবে প্রতি ম্যাচে স্টারের কাছ থেকে বিসিসিআই পাবে ৪০ কোটিরও কিছু বেশি অর্থ। নিলামে দ্বিতীয় সর্বোচ্চ তিন হাজার ৭০০ কোটি রুপি হাঁকায় মাল্টি স্ক্রিন মিডিয়া (সনি)।
0 comments:
Post a Comment