সাউথ ওয়েলসের নিউজ ডট কমের একটি প্রতিবেদনে এ গবেষণার তথ্য উঠে আসে। গবেষণায় দেখা যায়, গত বছরের ফেব্রুয়ারি থেকে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত পুরুষ চালকেরা নারী চালকদের চেয়ে চার গুণ বেশি দুর্ঘটনার সম্মুখীন হয়েছেন।
গবেষণায় দেখা উঠে আসে, যখন পুরুষ চালক গাড়ি চালান সে সময় যাত্রী, মোটরসাইকেল চালক ও পথচারীরা মারা যাওয়ার ঘটনা নারী চালকদের তুলনায় ১.৬ গুণ বেশি।
এ ব্যাপারে সাউথ ওয়েলসের রোড সেফটির প্রধান রাফায়েল গারগেবিয়েটা বলেন, ‘ভ্রমণের সময় নারী চালকদের তুলনায় পুরুষ চালকেরা অনেক বেশি ঝুঁকিপূর্ণ।’
অস্ট্রেলিয়ান ব্যুরো অব স্ট্যাটেসটিকসের অন্য একটি প্রতিবেদনে দেখা যায়, অস্ট্রেলিয়ায় সড়ক দুর্ঘটনাগুলোর মাত্র ৩৩ শতাংশের জন্য নারী চালকেরা দায়ী।