এই দেড় মিনিটে তিনি কাস্টমস চেকিং এর বর্ণবাদী প্রশ্ন নিয়েও বিদ্রুপ করেন। তিনি বলেন, ‘তবে এর কিছু কিছু দিক আমি উপভোগও করি। যেমন ধরুন, আমাকে যখন প্রশ্ন করা হয়, আমার উচ্চতা সম্পর্কে, আমি অবলীলায় মিথ্যা বলি। আমি জানাই ৫ ফিট সাড়ে ১০ ইঞ্চি। এরপর আমি সম্ভবত আরো এক কাঠি সরেস হবো। যখন তারা আমাকে প্রশ্ন করবে আমার গায়ের রঙ নিয়ে, আমি বলবো সাদা!’
অবশ্য এই দেড় মিনিটের পর, বাকি সময়টুকু স্বভাবসুলভ রসালো ভঙ্গীতে নিজের জীবন এবং ক্যারিয়ারের গল্প বলে মাতিয়েই রাখেন ইয়েলের ছাত্র-ছাত্রীদেরকে। সবশেষে তিনি সবাইকে বলেন, ‘নিজের অভিভাবকদের ভালোবেসো। ব্যর্থতায় হতাশ হয়ো না। কারণ এটিই তোমাকে সাফল্যের আসল রূপ চিনতে সাহায্য করবে। নিজের প্রতি বিশ্বাস রেখো এবং এই বিশ্বাসের অমর্যাদা করে কখনোই কারো উপদেশ নিয়ো না!’
বিডিনিউজটোয়েন্টিপোরডটকম
0 comments:
Post a Comment