
যুক্তরাষ্ট্রের ক্লার্কসন ইউনিভার্সিটির গবেষকেরা শামুক থেকে বিদ্যুৎ তৈরির এ পদ্ধতি উদ্ভাবন করেছেন। গবেষকদের নেতৃত্বে থাকা ইভজেনি কাটজ এ প্রসঙ্গে জানিয়েছেন, প্রাকৃতিক পরিবেশে বায়োফুয়েল কোষযুক্ত এ শামুকটিকে কাজে লাগানো সম্ভব। শামুকটির ছয় মাস আয়ুর পুরোটা সময় ধরেই শরীরে তৈরি গ্লুকোজ থেকে বিদ্যুৎ তৈরি হবে।
গবেষণার ফল প্রকাশিত হয়েছে আমেরিকান কেমিক্যাল সোসাইটি জার্নালে।
উল্লেখ্য, গবেষকেরা জীবিত কোষকে শক্তির উৎস হিসেবে কাজে লাগানোর জন্য দীর্ঘদিন গবেষণা করছেন। যুক্তরাষ্ট্র সরকারের অর্থায়নে সাইবর্গ কীটপতঙ্গ তৈরির কাজ করছেন গবেষকেরা। এ গবেষণার অংশ হিসেবেই শামুক থেকে বিদ্যুত্ তৈরিতে সফল হয়েছেন তাঁরা। পরে আরও বড় আকৃতির প্রাণী থেকে বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা করছেন গবেষকরা।