ঢাকা
ঢাকা শহরে তাদের আবাসিক হোটেল হলো হোটেল অবকাশ। এর পাশেই মালঞ্চ রেস্টুরেন্ট।
এখানে পাবেন ডিলাক্স এসি রুম, টেলিফোন, ইন্টারনেট, টেলিভিশন, লন্ড্রি ইত্যাদি সুবিধা। ভাড়া এক হাজার ৮০০ থেকে দুই হাজার ৬০০ টাকা। এ ছাড়া কনফারেন্স হল ভাড়া চার হাজার ৬০০ থেকে সাত হাজার টাকা।
ফোন: ৮৮১১১০৯, ৯৮৯৯২৮৮, ৯৮৯৯২৯০। ই-মেইল: abakash@parjatan.gov.bd
চট্টগ্রাম
মোটেল সৈকত।
এসিও নন-এসি দুই ধরনের রুমই পাওয়া যাবে এখানে। ভাড়া ৮০০ থেকে এক হাজার ৫০০ টাকা।
ফোন: ৩১৬১১০৪৬।
কক্সবাজার
হোটেল শৈবাল
এখানে ঘরভাড়া এক হাজার ৩০০ থেকে তিন হাজার ৮০০ টাকা, কনফারেন্স হল ভাড়া সাত হাজার টাকা। আরও আছে কটেজ। ভাড়া পড়বে চার হাজার টাকা। ফোন: ৩৪১৬৩২৭৪।
মোটেল উপল
বিমান অফিস, গাড়ি পার্কিংসহ এসি ও নন-এসি রুম। ভাড়া নন-এসি টুইন রুম এক হাজার ২০০ থেকে এক হাজার ৮০০ টাকা, ডরমিটরি প্রতি বেড ৩০০ টাকা। ফোন: ৩৪১৬৪২৫৮।
মোটেল প্রবাল
বিভিন্ন ঘরসহ আছে ৮০ জনের খাবার রেস্টুরেন্ট। ভাড়া ৪০০ থেকে এক হাজার ৭০০ টাকা। এ ছাড়া দল বেঁধে থাকতে পারেন ডরমিটরিতে। ভাড়া ২০ জন দুই হাজার ৪০০, ৩০ জন তিন হাজার ৬০০, ৫০ বা তার অধিক হলে পাঁচ হাজার ৪০০ টাকা। ফোন: ৩৪১৬৩২১১।
এ ছাড়া যোগাযোগ করতে পারেন
হোটেল লাবণী
ফোন: ৮৮০৩৪১৬৪৭০৩ নম্বরে।
রাঙামাটি পর্যটন মোটেল
ভাড়া ৯০০ থেকে এক হাজার ৯০০ টাকা। কটেজ ভাড়া দুই হাজার ৫০০ থেকে পাঁচ হাজার টাকা। যোগাযোগ: ৩৫১৬৩১২৬।
রাজশাহী পর্যটন মোটেল
নন-এসি টুইন এক হাজার, এসি সিঙ্গেল এক হাজার ৩০০, এসি স্যুট দুই হাজার ৫০০, ইকোনমি ২০০ টাকা। ফোন: ৮৮০৭২১।
বগুড়া পর্যটন মোটেল
করতোয়া রেস্টুরেন্টসহ এখানে রয়েছে নন-এসিও এসি রুম, কনফারেন্স রুম ইত্যাদি। ভাড়া এক হাজার থেকে এক হাজার ৫০০ টাকা, ড্রাইভার বেড ১৫০ টাকা, কনফারেন্স হল আকারভেদে দুই হাজার ৫০০ থেকে ছয় হাজার টাকা পর্যন্ত। ফোন: ৫১৬৭০২৪-৭।
কুয়াকাটা পর্যটন হলিডে হোমস
ভাড়া ৬০০ থেকে এক হাজার ৫০০ টাকা। যোগাযোগ: ৪২৮৫৬০০৪।
মংলা, হোটেল পশুর
ভাড়া ৮০০ থেকে এক হাজার ৫০০ টাকা। আছে ৫০ জনের খাবারের ব্যবস্থাসহ রয়েল বেঙ্গল রেস্তোরাঁ। ফোন: ৪৬৬২৭৫১০০।
দিনাজপুর: পর্যটন মোটেল। এসি টুইন ডিলাক্স এক হাজার ৮০০ টাকা, ইকোনমি রুম ১৫০ টাকা। আছে খাবার রেস্টুরেন্ট। ফোন: ৫৩১৬৪৭১৮।
সিলেট পর্যটন মোটেল
এসি টুইন এক হাজার ৮০০, নন-এসি টুইন এক হাজার ১০০ও কনফারেন্স হল সাত হাজার টাকা সারা দিন। ফোন: ৮২১৭১২৪২৬।
বেনাপোল পর্যটন মোটেল
রেস্টুরেন্ট সুবিধাসহ আছে এসিও নন-এসি রুম। ভাড়া ৬০০ থেকে দুই হাজার টাকা। ডরমিটরি ১৫০ টাকা। যোগাযোগ: ৪২২৭৫৪১১।
টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ), হোটেল মধুমিতা
ভাড়া ৬০০ থেকে এক হাজার টাকা, ডরমিটরি ১৫০ টাকা। ফোন: ৬৬৫৫৫৬৩৪৯।
বান্দরবান পর্যটন মোটেল
ভাড়া ২০০ থেকে তিন হাজার ৭৫০ টাকা; আছে কনফারেন্স হল। যোগাযোগ: ৩৬১৬২৭৪১-২।
খাগড়াছড়ি পর্যটন মোটেল
ভাড়া ৩০০ থেকে দুই হাজার ৫০০ টাকা। রেস্টুরেন্ট সুবিধা আছে ৫০ জনের। ফোন: ৩৭১৬২০৮৪-৫।
বাংলাদেশ পর্যটন করপোরেশনের ওয়েবসাইট:
www.parjatan.gov.bd prothom-alo
0 comments:
Post a Comment