স্কাই নিউজ সূত্র জানিয়েছে, তাইওয়ানের ইন্টারনেট ক্যাফেতে চেন জুং-ইউ নামের যুবক ২৩ ঘণ্টা টানা গেম খেলার জন্য আগেই বিল দিয়েছিলেন। তাই কম্পিউটারের সামনেই তার মৃত্যু হলেও কেউ টের পাননি। তার সময় শেষ হয়ে যাবার পর ডাকতে এলে কর্মীরা চেনকে মৃত আবিষ্কার করেন। পরে তদন্তে বেরিয়ে আসে তার মৃত্যু আরও দশ ঘণ্টা আগেই হয়েছিল। অর্থাৎ, দশ ঘণ্টা ধরে পিসির সামনে তার লাশ একইভাবে পড়ে ছিল।
পুলিশ জানিয়েছে, ছেলেটির মৃত্যুর খবর পেয়ে সেখানে পুলিশ আসলেও ক্যাফেতে উপস্থিত অন্য গেমাররা লাশের প্রতি তেমন কোনো আগ্রহ না দেখিয়ে নিজেদের গেম নিয়েই ব্যস্ত ছিলেন।
মিরর জানিয়েছে, চেন ‘লিগ অফ লেজেন্ডস’ নামের একটি থ্রিডি মাল্টিপ্লেয়ার গেম খেলছিলেন। তার মৃত্যুর কারণ বের করতে পুলিশ এখনো তদন্ত করছে বলে জানা গেছে।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/
0 comments:
Post a Comment