আজকের দিনটির মতো ফুলের এত চাহিদা বছর জুড়ে আর খুব বেশি থাকে না। এতে ফুল কিনতে গিয়ে অনেককেই বিপাকে পড়তে হয়। চাহিদা বেশি থাকলেও দোকানে থাকে না পর্যাপ্ত সরবরাহ। পাশাপাশি দামও থাকে অত্যন্ত চড়া। এভাবে আজকের দিনটিকে ঘিরে দেশ জুড়ে চলে ফুল বাণিজ্য।
ঢাকা ফুল ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বাবুল প্রসাদ বলেন, ‘বছরের অন্য কোনো দিন যে পরিমাণ ফুল বেচাকেনা হয়, তার পরিমাণ বসন্ত ও ভালোবাসা দিবস—এই দুই দিনের কাছাকাছিও থাকে না। গতকাল বসন্ত উত্সবে সারা দেশে পাঁচ কোটি টাকার ফুল বিক্রি হয়েছে। আর আজ ভালোবাসা দিবসে ফুল বিক্রি পাঁচ কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে আশা করছি।’
শাহবাগের ফুল ব্যবসায়ী জিয়াউর রহমান বলেন, এবার ফুল বিক্রি হচ্ছে অনেক বেশি। গোলাপের চাহিদা বেশি থাকলেও গ্লাডিওলাস, জারবারা, লিলিয়ান, জিপসির মতো বিদেশি ফুলও কিনছেন ক্রেতারা। চায়না গোলাপের একটি স্টিক বিক্রি হচ্ছে ৩০ টাকায়। ফুল ব্যবসায়ী নেতা বাবুল প্রসাদ বলেন, গত বছর ১৩ ফেব্রুয়ারি রাত ১২টার দিকে রাজধানীর শাহবাগে ফুলের জন্য মিছিল হয়েছিল। সেই বছর ১৩ ও ১৪ ফেব্রুয়ারি—এই দুই দিনে সারা দেশে ছয় কোটি টাকার ফুল বিক্রি হয়।
গতকাল রাতে শাহবাগের পাইকারি ও খুচরা ফুলের দোকানগুলোতে গিয়ে দেখা যায়, বিক্রেতাদের ব্যস্ততার শেষ নেই। সব দোকানেই প্রচণ্ড ভিড়। ১০০ গোলাপের স্টিক বিক্রি হচ্ছিল তিন হাজার টাকায়। কিন্তু, পাইকারি বাজারে গোলাপের দাম এর অর্ধেক। অর্থাত্, এক হাজার ৫০০ টাকা।
ফুলের দাম এত চড়া কেন জানতে চাইলে বাবুল প্রসাদ প্রথম আলো অনলাইনকে বলেন, চাষিরা ফুল ছাড়তে চাইছেন না। সারা বছর ধরে তাঁরা আজকের দিনটির জন্য অপেক্ষা করে থাকেন।
ভালোবাসার এই দিনে একগুচ্ছ ফুলের সঙ্গে একটি কার্ড না হলে যেন মানব-মানবীর ভালোবাসা পূর্ণতা পায় না। বাহারি সব ডিজাইনের কার্ডের সন্ধানে তাঁরা ছুটে যান কার্ডের জন্য প্রসিদ্ধ দোকানে। গতকাল রাতে হলমার্কের হাতিরপুল শাখায় গিয়ে দেখা যায়, পছন্দের মানুষকে সেরা কার্ডটি উপহার দিতে ব্যস্তভাবে কার্ড বাছাই করছেন ক্রেতারা। হাতিরপুল শাখা হলমার্কের স্বত্বাধিকারী মো. জাকির হোসেন প্রথম আলো অনলাইনকে বলেন, এ বছর প্রায় ২৫০ ধরনের কার্ড এসেছে। দাম পড়বে সর্বনিম্ন ৫০ থেকে সর্বোচ্চ এক হাজার ১০০ টাকার মতো। প্রতিদিন প্রায় শ পাঁচেক কার্ড বিক্রি হচ্ছে। তবে ২৫০ থেকে ৫০০ টাকা দামের কার্ডের বিক্রি হচ্ছে বেশি।
এত চড়া দাম হলেও প্রিয় মানুষটিকে আজকের দিনে একগুচ্ছ তাজা ফুল আর সেরা কার্ডটি উপহার দিতে ফুলের দোকান থেকে কার্ডের দোকানে ভিড়ের মধ্যে নিজেদের উজাড় করে দিচ্ছেন মানব-মানবীরা।
তবে ভালোবাসাটা এভাবে যতই বাণিজ্যের মোড়কে বাধা পড়ুক না কেন, আজ ১৪ ফেব্রুয়ারি, বিশ্ব ভালোবাসা দিবস। আজকের দিনটি যেন সবার জন্য ভালোবাসাময় হয়ে ওঠে। অবশ্য, ভালোবাসা কেবল আজকের দিনটির জন্যই, এমনটি নয়। কিন্তু, এ দিনে বিশেষভাবে ভালোবাসা উদযাপন করার মাধ্যমে বছরের অন্যান্য দিনেও যেন আজকের দিনের মাহাত্ম্য অটুট থাকে—এ প্রত্যাশা রেখেই আজকের দিনটি শুরু হোক। prothom-alo
0 comments:
Post a Comment