তাসমানিয়ান ডেভিলের আকৃতি ছোটখাটো কুকুরের মতো। প্রাণীটির আবাস অস্ট্রেলিয়ার তাসমানিয়া দ্বীপরাজ্যের মধ্যেই সীমাবদ্ধ। মুখের টিউমার রোগের কারণে প্রাণীটি বর্তমানে বিলুপ্তপ্রায়। এ রোগ নির্মূল করতে না পারলে আগামী কয়েক দশকের মধ্যেই বিলুপ্ত হয়ে যাবে তাসমানিয়ান ডেভিল।
বংশগতিবিদ্যাবিষয়ক সাময়িকী পিএলওএস-এ প্রকাশিত একটি গবেষণা প্রতিবেদনে বলা হয়, প্রথমবারের মতো তাসমানিয়ান ডেভিলের জিন-নকশা গঠন বিশ্লেষণ করে দেখা যায়, প্রাণীটির বংশবিস্তার বাধাগ্রস্ত হওয়ার কারণ এর মুখের একধরনের টিউমার। এ রোগ দমনের উদ্যোগ না নিলে অচিরেই প্রাণীটি সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যাবে।
জেনি ডেকিনের নেতৃত্বে ওই গবেষণায় দেখা যায়, তাসমানিয়ান ডেভিলের মুখের টিউমার খুব ধীরে ধীরে ছড়ায়। এতে বিজ্ঞানীদের গবেষণা সহজতর হয়েছে। এই প্রাণীর ক্যানসারের গঠন পর্যবেক্ষণে মানবদেহের ক্যানসার গবেষণায় অগ্রগতি হতে পারে।
জেনি ডেকিন বলেন, এর ফলে মানবদেহের ক্যানসারসংক্রান্ত গবেষণার ক্ষেত্রে অগ্রগতির একটি সুযোগ এসে যেতে পারে। কারণ, তাসমানিয়ান ডেভিলের ক্যানসার রোগের ধরন অনেকটা মানুষের ক্যানসারের মতোই। তবে এটি ধীরে ধীরে ছড়ায়। কিন্তু মানুষের ক্যানসার ছড়ায় অত্যন্ত দ্রুত।
তাসমানিয়ান ডেভিলের টিউমার চামড়ার স্পর্শ থেকে ছড়ায়। এতে প্রাণীটি বিকলাঙ্গ হয়ে অনাহারে বা শ্বাসরোধে মারা যায়। রয়টার্স।
0 comments:
Post a Comment